বৃষ্টি
বৃষ্টি মানে ফেরা,
বৃষ্টি মানে পূরণ;
যে ছিল তার ফিরে আসার
তৃপ্তি বিচ্ছুরণ।
বৃষ্টি মানে মনের কোণে
প্রবলতার ভয়,
ঘর বাইরের সীমারেখা
কাঁপায় দুঃসময়।
বৃষ্টি মানে তীব্র কন্ঠ
বৃষ্টি তোমার শাসন,
কি মানুষ যে এই তুমুলে
বেরিয়ে যাচ্ছ এখন?
বৃষ্টি মানে ঝুলতে থাকা সেতু
তার নীচে সেই অবাক করা জল,
বৃষ্টি মানে চিরদিনের রূপালী টলমল!
বৃষ্টি মানে পূরণ;
যে ছিল তার ফিরে আসার
তৃপ্তি বিচ্ছুরণ।
বৃষ্টি মানে মনের কোণে
প্রবলতার ভয়,
ঘর বাইরের সীমারেখা
কাঁপায় দুঃসময়।
বৃষ্টি মানে তীব্র কন্ঠ
বৃষ্টি তোমার শাসন,
কি মানুষ যে এই তুমুলে
বেরিয়ে যাচ্ছ এখন?
বৃষ্টি মানে ঝুলতে থাকা সেতু
তার নীচে সেই অবাক করা জল,
বৃষ্টি মানে চিরদিনের রূপালী টলমল!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১১/১২/২০১৭সুন্দর!
-
টি এম আমান উল্লাহ ১০/১২/২০১৭sundor
-
সাঁঝের তারা ১০/১২/২০১৭সুন্দর
-
কে. পাল ১০/১২/২০১৭Valo
-
মীর মুহাম্মাদ আলী ১০/১২/২০১৭সুন্দর কবিতা।।
-
আব্দুল হক ০৯/১২/২০১৭সুন্দর লিখার জন্য ধন্যবাদ!!