কেন কথা রাখনি
সাত বছর আগে যখন স্কুলের বারান্দায়
তোমার সাথে দেখা হয়েছিল,
তোমার কাছে আমি শুধু
একটা ছোট্ট নিষ্পাপ হৃদয় চেয়েছিলাম।
আমার কথায় তুমি হেসে বলেছিলে
পরে দেখা হলে কোনোদিন বলব।
আজ সাতটি বছর প্রতীক্ষায় আছি
শুধু তোমাকে চাওয়া
ওই নিষ্পাপ হৃদয়টা পাওয়ার জন্য।
তোমাকে বলা কথার উত্তর পাওয়ার জন্য।
কেন কথা রাখনি?
আমার হৃদয়টাকে কলুষিত করে,
সাতটি বছর প্রতীক্ষায় রেখে
আজ তুমি,
কেন কথা রাখনি?
তোমার সাথে দেখা হয়েছিল,
তোমার কাছে আমি শুধু
একটা ছোট্ট নিষ্পাপ হৃদয় চেয়েছিলাম।
আমার কথায় তুমি হেসে বলেছিলে
পরে দেখা হলে কোনোদিন বলব।
আজ সাতটি বছর প্রতীক্ষায় আছি
শুধু তোমাকে চাওয়া
ওই নিষ্পাপ হৃদয়টা পাওয়ার জন্য।
তোমাকে বলা কথার উত্তর পাওয়ার জন্য।
কেন কথা রাখনি?
আমার হৃদয়টাকে কলুষিত করে,
সাতটি বছর প্রতীক্ষায় রেখে
আজ তুমি,
কেন কথা রাখনি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনীষ তালধী ১৩/০৭/২০১৬সমস্ত কবিবন্ধুদের অসংখ্য ধন্যবাদ
-
মোনালিসা ১১/০৭/২০১৬কথা দেওয়া সহজ কিন্তু কথা রাখা কঠিন
-
নাবিক ১১/০৭/২০১৬ONEK VALO LAGLO
-
সজীব ১১/০৭/২০১৬hmm nice
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৭/২০১৬সত্যি বলতে কি স্কুল জীবনের স্মৃতি ভোলা যায় না।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৭/২০১৬কথা না রাখাই তো এখন মানুষের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।