www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিরহের স্মৃতি

আজ শেষ দিবসে যাবার বেলায়
তোমায় মনে পড়ে।
সাতটি বছর শেষ হল মোর
আজ বিরহের ঝড়ে।।

নিভৃতের ওই চাঁপার মালা
গেঁথেছি যতন করে।
আজ বিদায়ের শেষ প্রহরে
শুকনো চাঁপা ঝরে।।

বিদায়ের সুর উড়ছে আজি
শেষ বিকেলের ঝড়ে।
ধরতে গেলে দেয়না ধরা।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনুপ্রেরণাই কবিতার ছন্দ যোগায়।
  • প্রিয় ১০/০৭/২০১৬
    কবিতাটিতে রবী ঠাকুরের গন্ধ পেলাম।মনে হয় অনেক বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েন।
    • মনীষ তালধী ১১/০৭/২০১৬
      একদম ঠিক ধরেছেন।রবি ঠাকুরের কবিতা পড়ে অনুপ্রানিত হয়ে আমি বলতে গেলে কবিতা লেখা শুরু করেছি।অন্যদিকে আমার জ্যাঠামশাই উৎপল তালধী,যিনি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গোপীবল্লভপুর এলাকার বিশিষ্ট একজন খ্যাতনামা কবি,তিনিও আমায় অনেক অনুপ্রেরনা দিয়েছেন।
  • অঙ্কুর মজুমদার ১০/০৭/২০১৬
    besh vlo..............
  • নাবিক ০৯/০৭/২০১৬
    Onek Valo Laglo
 
Quantcast