বিরহের স্মৃতি
আজ শেষ দিবসে যাবার বেলায়
তোমায় মনে পড়ে।
সাতটি বছর শেষ হল মোর
আজ বিরহের ঝড়ে।।
নিভৃতের ওই চাঁপার মালা
গেঁথেছি যতন করে।
আজ বিদায়ের শেষ প্রহরে
শুকনো চাঁপা ঝরে।।
বিদায়ের সুর উড়ছে আজি
শেষ বিকেলের ঝড়ে।
ধরতে গেলে দেয়না ধরা।।
তোমায় মনে পড়ে।
সাতটি বছর শেষ হল মোর
আজ বিরহের ঝড়ে।।
নিভৃতের ওই চাঁপার মালা
গেঁথেছি যতন করে।
আজ বিদায়ের শেষ প্রহরে
শুকনো চাঁপা ঝরে।।
বিদায়ের সুর উড়ছে আজি
শেষ বিকেলের ঝড়ে।
ধরতে গেলে দেয়না ধরা।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৭/২০১৬অনুপ্রেরণাই কবিতার ছন্দ যোগায়।
-
প্রিয় ১০/০৭/২০১৬কবিতাটিতে রবী ঠাকুরের গন্ধ পেলাম।মনে হয় অনেক বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েন।
-
অঙ্কুর মজুমদার ১০/০৭/২০১৬besh vlo..............
-
নাবিক ০৯/০৭/২০১৬Onek Valo Laglo