www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার মুখের হাসি

আমি সয়ে যেতে পারি,
সমস্ত দুঃখ,লাঞ্ছনা,অপমান
হৃদয় মাঝারে যদিবা চালাও মেশিনগান।
যদি বাদ দিতে বল,
এ বুক থেকে ছোট্ট রঙিন হৃদয়
তাও রাজি,তোমায় বলব না কভু নির্দয়।
যদি বল হেমন্তেও তোমার, বসন্তের মত ফুল আর পাখি চাই -
তাও পারি,যদি একটু মুখের হাসি পাই।
শেফালী তুমি যদি চাও,
আমি হই তোমার হৃদয় খুনের আসামী-
বেশ তাই হোক করব না কোনো বোকামী।
যদি চাও মেনে নেব সব সাজা।
তবে খুশি হব, সাজা যদি হয় ফাঁসী-
তবু শেষ বারের মত চাইব তোমার মুখের হাসি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাবিক ৩০/০৬/২০১৬
    ভালো লাগলো খুব
  • পরশ ৩০/০৬/২০১৬
    অনেক সুন্দর
  • অঙ্কুর মজুমদার ৩০/০৬/২০১৬
    Besh vlo
 
Quantcast