www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাঝি

পদ্ধা নদীর মাঝি আমি নদীয় তীরে
বাড়ী
দালান কোঠা নাই আমার নাই দামী
গাড়ী
ছোট্র একটি ঘর আমার পাট খড়ির
ভেড়া
স্বপ্ন দিয়ে তৈরী সে ঘর স্মৃতি দিয়ে
ঘেরা
দু- এক টাকার বিনিময়ে নদীতে আমি
ভাসি
নিজেকে ভাবী সুখী তবুও প্রাণ খুলে
হাসি
পদ্না -নদীর ঢেউয়ে আমি কাটাই
আমার দিন
দিন আনি দিন খাই নেই কোন ঋণ
বড়লোক হবার স্বপ্ন আমার নেই , নেই
কোন আশা
শান্তি যেন থাকে ঘরে থাকে
ভালোবাসা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৯/২০১৫

মন্তব্যসমূহ

 
Quantcast