মাঝি
পদ্ধা নদীর মাঝি আমি নদীয় তীরে
বাড়ী
দালান কোঠা নাই আমার নাই দামী
গাড়ী
ছোট্র একটি ঘর আমার পাট খড়ির
ভেড়া
স্বপ্ন দিয়ে তৈরী সে ঘর স্মৃতি দিয়ে
ঘেরা
দু- এক টাকার বিনিময়ে নদীতে আমি
ভাসি
নিজেকে ভাবী সুখী তবুও প্রাণ খুলে
হাসি
পদ্না -নদীর ঢেউয়ে আমি কাটাই
আমার দিন
দিন আনি দিন খাই নেই কোন ঋণ
বড়লোক হবার স্বপ্ন আমার নেই , নেই
কোন আশা
শান্তি যেন থাকে ঘরে থাকে
ভালোবাসা
বাড়ী
দালান কোঠা নাই আমার নাই দামী
গাড়ী
ছোট্র একটি ঘর আমার পাট খড়ির
ভেড়া
স্বপ্ন দিয়ে তৈরী সে ঘর স্মৃতি দিয়ে
ঘেরা
দু- এক টাকার বিনিময়ে নদীতে আমি
ভাসি
নিজেকে ভাবী সুখী তবুও প্রাণ খুলে
হাসি
পদ্না -নদীর ঢেউয়ে আমি কাটাই
আমার দিন
দিন আনি দিন খাই নেই কোন ঋণ
বড়লোক হবার স্বপ্ন আমার নেই , নেই
কোন আশা
শান্তি যেন থাকে ঘরে থাকে
ভালোবাসা
তবে, পদ্মা, নদীয় নয় নদীর,ছোট্ট, ভাবি বানান গুলো দেখে নিন।
শুভেচ্ছা রইল বন্ধু।