মিথ্যুকের আর্তনাদ
মিথ্যুকের আতর্নাদ
==============
রাতের বেলা ঘুমিয়ে ছিলো চোখে ঘুমের নেশা
এক কামড়ে নষ্ট করল কাল ঘরের মশা
রেগে বলল
আন কামান আনো চাবুক খানি
চিৎকার শুনে সবাই আসল দেখলো
এসে ছোট্র মশা প্রাণি
লোকটা তখন বদ মেজাজী ভয়ে যাচ্ছে মরে
আসছো তোমরা বস আমার বিপদে ঘরে
সর্দার বলল কাঁদো কেন মশাকেই
ভয় পাও
লোকটি হেসে বলল
দেখলাম কেঁন্ধে তোমরা আমায় কতখানি চাঁও
দু_দিন পরে রাত বারোটায় আসলো ডাকাত ঘরে ডাকাত, ডাকাত কে কোথায় বাঁচাও তোমরা মোরে
মহল্লায় লোক বলল সবাই আজ আবার কি হয়
সর্দার বলল,কেউ যাবেনা এটাও
তাহার মিথ্যা অভিনয়
ডাকাত নিয়ে গেলো সব মাল ভাবলো তখন নিজে
নিজের ভুলে সব হারালো দোষ নাই কারো মাঝে
*******
৩/৯/০১৫
==============
রাতের বেলা ঘুমিয়ে ছিলো চোখে ঘুমের নেশা
এক কামড়ে নষ্ট করল কাল ঘরের মশা
রেগে বলল
আন কামান আনো চাবুক খানি
চিৎকার শুনে সবাই আসল দেখলো
এসে ছোট্র মশা প্রাণি
লোকটা তখন বদ মেজাজী ভয়ে যাচ্ছে মরে
আসছো তোমরা বস আমার বিপদে ঘরে
সর্দার বলল কাঁদো কেন মশাকেই
ভয় পাও
লোকটি হেসে বলল
দেখলাম কেঁন্ধে তোমরা আমায় কতখানি চাঁও
দু_দিন পরে রাত বারোটায় আসলো ডাকাত ঘরে ডাকাত, ডাকাত কে কোথায় বাঁচাও তোমরা মোরে
মহল্লায় লোক বলল সবাই আজ আবার কি হয়
সর্দার বলল,কেউ যাবেনা এটাও
তাহার মিথ্যা অভিনয়
ডাকাত নিয়ে গেলো সব মাল ভাবলো তখন নিজে
নিজের ভুলে সব হারালো দোষ নাই কারো মাঝে
*******
৩/৯/০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তপন দাস ৩০/০৯/২০১৫ভালো।।
-
মোঃ মুসা খান ১৫/০৯/২০১৫Bes
-
মেহেদী হাসান (নয়ন) ০৫/০৯/২০১৫কবিতার ভাষাগুলো খুব ভাল লাগল। শুভেচ্ছা রয়লো কবি।
-
সবুজ আহমেদ কক্স ০৩/০৯/২০১৫ভালো লাগলো পড়ে