ওয়া লী উল্লাহ্ বিকেল হলে
ওয়া লী উল্লাহ্
বিকেল হলেই
আয়নাল | অগাষ্ট ১৯, ২০১৫ |
বিকেল হলে এখন আমি
একলা একাই থাকি
হয়তো আবার নীরব সুরে
ফুল পাখীদের ডাকি
সন্ধ্যে নাগাত এখন প্রায়ই
পদ্যে ছুটাই মসি
দু দরোজায় রুমটাতে যে
ওরাই সূয্শশী
তবুও যেন আগের চেয়ে
বেশিই ভালো আছি
জীবন যেন এমন কাটে
ওদের কাছাকাছি
১৯/৮/২০১৫
বিকেল হলেই
আয়নাল | অগাষ্ট ১৯, ২০১৫ |
বিকেল হলে এখন আমি
একলা একাই থাকি
হয়তো আবার নীরব সুরে
ফুল পাখীদের ডাকি
সন্ধ্যে নাগাত এখন প্রায়ই
পদ্যে ছুটাই মসি
দু দরোজায় রুমটাতে যে
ওরাই সূয্শশী
তবুও যেন আগের চেয়ে
বেশিই ভালো আছি
জীবন যেন এমন কাটে
ওদের কাছাকাছি
১৯/৮/২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সূর্য মুহাম্মাদ জান ০১/০৯/২০১৫খুব সুন্দর হয়েছে ।
-
মায়নুল হক ২২/০৮/২০১৫স্বাধীন আমিনুল ইসলাম আপনাকে ধন্যবাদ
-
স্বাধীন আমিনুল ইসলাম ২১/০৮/২০১৫দারুন
-
মায়নুল হক ১৯/০৮/২০১৫শুভেচ্ছা রইল নাজমুল আহসান
-
নাজমুল আহসান ১৯/০৮/২০১৫অপূর্ব
-
সবুজ আহমেদ কক্স ১৯/০৮/২০১৫দারুন
-
মোবারক হোসেন ১৯/০৮/২০১৫good poem
-
রইস উদ্দিন খান আকাশ ১৯/০৮/২০১৫বেশ
-
দ্বীপ সরকার ১৯/০৮/২০১৫সুন্দর।