ময়নাপাখি ৩য় পরব্
ময়না পাখী ৩য়পরব্
***** ময়না পাখী কবিতা *******:
করছে আই এপাশ ছেড়ে দেশ চাকুরীর আশে
সঙে একটি পোষা পাখী ঘোরে দেশ বিদেশে বলে ওছমান গণি
ওগো গিন্নি ভাগ্য মোদের ভালো মতিজানের জোড়া বুঝি খোদায় এনে দিল
তখন বলে বাবা
কোথায় যাইবা চাকুরী খুজিবারে
আছে কত কমচারী আমারই আন্ডারে
তাদের হিসাব নিকাশ খাটাইবা থাক মোর বাড়ী
আমার যত খাতা পত্র বুঝে নিবা তারি
কথাটি বলে যখন শুনে তখন খুশি হইল দেলে
কাশেম ভাবে খোদার কৃপায় দুঃখ গেল চলে
কারবার বুঝে নিল পাকা বাড়ী তেতলায় শয়ন
কাঙালে পাইল যেন মানিক ওকাছ্ন
যেমন আষাঢ় মাসে পানি আসে নতুন নৌকা যায়
দুই ঘন্টা পার হয় দেয় খাটাইয়া কিশের ভাবনা তার
ছাড়ি রসের কথা বলি হেথা ঘটনার বিষয়
কাশেম আলী কিছানাতে গভীর নিদ্রা যায়
তখন স্বপ্নে আসে কাছে বসে বড় ভাই তার
কেন্দে কেন্দে বলে যাদু শুনসমচার
যদি বড় ভাই হইতে বুঝতে পারতে ছোট ভাইয়ে কি মায়া
কেমন রয়েছ ভাইজান আমারে ভুলিয়া
দেখে এস্বপ্ন কাশেম তখন উঠিল কান্দিয়া
ভাই ভাই বলিয়া কান্দে চুল ছেঁড়ে হাত দিয়া
নিশি ভোর হলে কাশেম বলে শ্বশুরের তরে
বড় ভাই আমার জন্যে কাঁদিছে অস্তরে শুনে ওসমান গণি কয় তখনি শুন বাছাধন
খোদার কৃপায় সুখে থাক এই নিবেদন
শুনে কাশেম মিঞা চুমে যাইয়া শ্বশুরের গায়
আজ এই প্রযন্ত
***** ময়না পাখী কবিতা *******:
করছে আই এপাশ ছেড়ে দেশ চাকুরীর আশে
সঙে একটি পোষা পাখী ঘোরে দেশ বিদেশে বলে ওছমান গণি
ওগো গিন্নি ভাগ্য মোদের ভালো মতিজানের জোড়া বুঝি খোদায় এনে দিল
তখন বলে বাবা
কোথায় যাইবা চাকুরী খুজিবারে
আছে কত কমচারী আমারই আন্ডারে
তাদের হিসাব নিকাশ খাটাইবা থাক মোর বাড়ী
আমার যত খাতা পত্র বুঝে নিবা তারি
কথাটি বলে যখন শুনে তখন খুশি হইল দেলে
কাশেম ভাবে খোদার কৃপায় দুঃখ গেল চলে
কারবার বুঝে নিল পাকা বাড়ী তেতলায় শয়ন
কাঙালে পাইল যেন মানিক ওকাছ্ন
যেমন আষাঢ় মাসে পানি আসে নতুন নৌকা যায়
দুই ঘন্টা পার হয় দেয় খাটাইয়া কিশের ভাবনা তার
ছাড়ি রসের কথা বলি হেথা ঘটনার বিষয়
কাশেম আলী কিছানাতে গভীর নিদ্রা যায়
তখন স্বপ্নে আসে কাছে বসে বড় ভাই তার
কেন্দে কেন্দে বলে যাদু শুনসমচার
যদি বড় ভাই হইতে বুঝতে পারতে ছোট ভাইয়ে কি মায়া
কেমন রয়েছ ভাইজান আমারে ভুলিয়া
দেখে এস্বপ্ন কাশেম তখন উঠিল কান্দিয়া
ভাই ভাই বলিয়া কান্দে চুল ছেঁড়ে হাত দিয়া
নিশি ভোর হলে কাশেম বলে শ্বশুরের তরে
বড় ভাই আমার জন্যে কাঁদিছে অস্তরে শুনে ওসমান গণি কয় তখনি শুন বাছাধন
খোদার কৃপায় সুখে থাক এই নিবেদন
শুনে কাশেম মিঞা চুমে যাইয়া শ্বশুরের গায়
আজ এই প্রযন্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সূর্য মুহাম্মাদ জান ০১/০৯/২০১৫ভালো
-
অ ২৯/০৭/২০১৫পুঁথি নাকি ?
-
পিয়ালী দত্ত ২৩/০৭/২০১৫ভাল লাগা রইল
-
দ্বীপ সরকার ২২/০৭/২০১৫দারুন।
-
সাইদুর রহমান ২১/০৭/২০১৫ভালো লিখেছেন।
-
স্বপ্নীল মিহান ২১/০৭/২০১৫ভালো লিখেছেন।
-
কিশোর কারুণিক ২০/০৭/২০১৫বেশ