ময়না পাখী দ্বিতীয় পরব্
মামলার সাক্ষী ময়নাপাখি
মেয়ের
নাম
মতিজান
২পড়ে
কোরাআন
সুন্দর
স্বভাব
চলন হাটন দেখলে সতীত্বরই ভাব
মতিজান আসে বাড়ী ২তাড়াতাড়ি
বেলা বারোটায়
রোদের তাপে অস্তির হয়ে দাঁড়ায়
গাছতলায়
মেয়েটি দেখতে পেল ২খাঁচায় ছিল
সেই যে ময়না পাখী
পাশেএকটি লোক দাঁড়ানো জলে
ভরা আঁখি
পাখী করুন সুরে২বলে তবে শুনেন
আম্মাজান
খাবার কিছু দিয়া মোদের রক্ষা
করেন প্রাণ
আছি অনাহারে২ তিনদিন ধরে এই
টাউনে ঘুরি
পিতা আমার চাকুরী খুজে পেলনা
চাকুরী
মেয়েটি তাই শুনিয়া ২বাড়ী গিয়ে
মায়ের কাছে কয়
ময়না পাখী খেতে মাগো আমার
কাছে চায়
যদি খোরাক বিনে ২প্রাণে মরে ঐ
বিদেশী ছেলে
খোদার কাছে পাপী হইব বুঝে দেখ
দ্বেলে
মেয়ের মুখের বাণী২মা জননী শুনে
তখন কয়
ছেলেটিকে ডেকে আন আমাদের
আওলায়
মায়ের বাক্য শ্রবণ করে২ কিছু পরে
বিবি মতিজান
কাশেম আলীকে ডেকে এনে বসতে
দেয় বিছানায়
বসায় বৈঠক খানায় ২ দেখতে পায়
চেহারায়
ভাবে মনে মনে২উহার সনে মেয়ে
বিয়ে দিব
বিয়ে দিয়ে জামাই নিয়ে বাড়ীতে
রাখিব
তখন কাশেম ধীরে ধীরে করে
জিঙাসন
বিদেশেতে তুমি বাবা এলে কি
কারণ
কথা বলে যখন২ এল তখন মতিজানের
পিতা
নামটি তাহার ওসমান গণি শুনেন যত
শ্রোতা
তিনি অতি ধনী২মানে মানি করেন
যে কারবার
বড় মহাজন বলিয়া নামটি আছিল
তাহার
গিন্নি বলিতেছে ২ স্বামীর কাছে
শুনেন প্রাণনাথ
তিনদিন হইল ঐ ছেলেটির পেটে
নাইকো ভাত
মেয়ের
নাম
মতিজান
২পড়ে
কোরাআন
সুন্দর
স্বভাব
চলন হাটন দেখলে সতীত্বরই ভাব
মতিজান আসে বাড়ী ২তাড়াতাড়ি
বেলা বারোটায়
রোদের তাপে অস্তির হয়ে দাঁড়ায়
গাছতলায়
মেয়েটি দেখতে পেল ২খাঁচায় ছিল
সেই যে ময়না পাখী
পাশেএকটি লোক দাঁড়ানো জলে
ভরা আঁখি
পাখী করুন সুরে২বলে তবে শুনেন
আম্মাজান
খাবার কিছু দিয়া মোদের রক্ষা
করেন প্রাণ
আছি অনাহারে২ তিনদিন ধরে এই
টাউনে ঘুরি
পিতা আমার চাকুরী খুজে পেলনা
চাকুরী
মেয়েটি তাই শুনিয়া ২বাড়ী গিয়ে
মায়ের কাছে কয়
ময়না পাখী খেতে মাগো আমার
কাছে চায়
যদি খোরাক বিনে ২প্রাণে মরে ঐ
বিদেশী ছেলে
খোদার কাছে পাপী হইব বুঝে দেখ
দ্বেলে
মেয়ের মুখের বাণী২মা জননী শুনে
তখন কয়
ছেলেটিকে ডেকে আন আমাদের
আওলায়
মায়ের বাক্য শ্রবণ করে২ কিছু পরে
বিবি মতিজান
কাশেম আলীকে ডেকে এনে বসতে
দেয় বিছানায়
বসায় বৈঠক খানায় ২ দেখতে পায়
চেহারায়
ভাবে মনে মনে২উহার সনে মেয়ে
বিয়ে দিব
বিয়ে দিয়ে জামাই নিয়ে বাড়ীতে
রাখিব
তখন কাশেম ধীরে ধীরে করে
জিঙাসন
বিদেশেতে তুমি বাবা এলে কি
কারণ
কথা বলে যখন২ এল তখন মতিজানের
পিতা
নামটি তাহার ওসমান গণি শুনেন যত
শ্রোতা
তিনি অতি ধনী২মানে মানি করেন
যে কারবার
বড় মহাজন বলিয়া নামটি আছিল
তাহার
গিন্নি বলিতেছে ২ স্বামীর কাছে
শুনেন প্রাণনাথ
তিনদিন হইল ঐ ছেলেটির পেটে
নাইকো ভাত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১৫/০৭/২০১৫সুন্দর উপস্থাপনা।
-
জহরলাল মজুমদার ১৫/০৭/২০১৫ভাল
-
মায়নুল হক ১৪/০৭/২০১৫অনেক ধন্যবাদ আপনাকে
-
অভিষেক মিত্র ১৪/০৭/২০১৫ভালই।