মামলার সাক্ষী ময়না পাখী ১পরব্
”"”‘”"”””’ কবিতা ও কাহীনি”"”"”"”"”"”"”
শোনেন বন্ধুগণ ২দিয়া মন আশ্চর্য ঘটনা
মামলা সাক্ষী ময়না পাখী কবিতার
বণনা
ঘটনা হওড়া জিলায় ২ চন্ডিতলা
থানাটির অধীনে
গ্রামের নামটি শ্রীনাথপুর রাখিবেন
সবাই মনে
আছে এক মাতব্বর ২নামটি তার
জেকের আলী মিঞা
ছোট ভাই তার কাসেম আলী আই এ পাশ
করিয়া
বেড়াই ঘুরে ঘুরে ২ খাঁচায় পুরে ময়না
পাখি পোষ
জীবনের চেয়ে অধিক ভালো
পাখিটিরে বাসে
শিখায় বাংলা ভাংষা ২ইংলিশ
ভাষা আরও উদূ ভাষা
মিষ্টি মিষ্টি কথা পাখী বলছে কেমন
করে
একদিন জেকের মিঞা ২ রাগ করিয়া
কাশেমকে বলিল
পাখী পুষলে চলবে না ভাই রুজি না
করিলে
নাহী জমিদারী ২ চিন্তায় মরি
সংসার চলবে কিসে
লক্ষীছাড়ার মত ঘুরলে চলবে না আর
শেষে
ভাইয়ের রাগ দিখিয়া ২ কাশেম
মিয়ার রাগ হইল মনেতে
বাড়ী হইতে যায় চলিয়া পাখী নিয়ে
সাথে
গেল সে মেদিনীপুরে ২ বেড়ায় ঘুরে
চাকরী নাহি মেলে
তিন দিন ধরে অনাহারে বসে গাছের
তলে
তখন ক্ষুধার জ্বালায় ২ পাখিটা হায়
ঢলে ঢলে পড়ে
কাশেম আলী উঠায় হাত আল্লাহর
দরবারে
বলে মালিক সাঁই ২কেহ নাই তুমি
বিনে আর
বিপদ ভজ্ন তুমি প্রভু নিজে কর তার
কর কৃপা দান ২বাচাও প্রাণ ক্ষুধায়
যাচ্ছি মরে
স্কুলে হতে একটি মেয়ে এলো ধীরে
ধীরে
বয়স তার হবে বারো ২কিন্বা তেরো
তার বেশী নয়
পুণিমারই চাঁদের মত অঙের শোভা পায
শোনেন বন্ধুগণ ২দিয়া মন আশ্চর্য ঘটনা
মামলা সাক্ষী ময়না পাখী কবিতার
বণনা
ঘটনা হওড়া জিলায় ২ চন্ডিতলা
থানাটির অধীনে
গ্রামের নামটি শ্রীনাথপুর রাখিবেন
সবাই মনে
আছে এক মাতব্বর ২নামটি তার
জেকের আলী মিঞা
ছোট ভাই তার কাসেম আলী আই এ পাশ
করিয়া
বেড়াই ঘুরে ঘুরে ২ খাঁচায় পুরে ময়না
পাখি পোষ
জীবনের চেয়ে অধিক ভালো
পাখিটিরে বাসে
শিখায় বাংলা ভাংষা ২ইংলিশ
ভাষা আরও উদূ ভাষা
মিষ্টি মিষ্টি কথা পাখী বলছে কেমন
করে
একদিন জেকের মিঞা ২ রাগ করিয়া
কাশেমকে বলিল
পাখী পুষলে চলবে না ভাই রুজি না
করিলে
নাহী জমিদারী ২ চিন্তায় মরি
সংসার চলবে কিসে
লক্ষীছাড়ার মত ঘুরলে চলবে না আর
শেষে
ভাইয়ের রাগ দিখিয়া ২ কাশেম
মিয়ার রাগ হইল মনেতে
বাড়ী হইতে যায় চলিয়া পাখী নিয়ে
সাথে
গেল সে মেদিনীপুরে ২ বেড়ায় ঘুরে
চাকরী নাহি মেলে
তিন দিন ধরে অনাহারে বসে গাছের
তলে
তখন ক্ষুধার জ্বালায় ২ পাখিটা হায়
ঢলে ঢলে পড়ে
কাশেম আলী উঠায় হাত আল্লাহর
দরবারে
বলে মালিক সাঁই ২কেহ নাই তুমি
বিনে আর
বিপদ ভজ্ন তুমি প্রভু নিজে কর তার
কর কৃপা দান ২বাচাও প্রাণ ক্ষুধায়
যাচ্ছি মরে
স্কুলে হতে একটি মেয়ে এলো ধীরে
ধীরে
বয়স তার হবে বারো ২কিন্বা তেরো
তার বেশী নয়
পুণিমারই চাঁদের মত অঙের শোভা পায
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মায়নুল হক ২৭/০৬/২০১৫ময়না পাখী নিয়ে লেখা কবিতা যানি না কেমন লাগলো আপনাদের জদি ভালো লাগে তাহলে পরের পরব্ লেখব তা না হলে এখানে শেষ
-
মায়নুল হক ২৭/০৬/২০১৫অলপ শিক্ষিত আমার বানান ভুল হয়ছে তাই আমার কবিতা প্রকাশ হয়নি মনে হয়
-
জহরলাল মজুমদার ২৬/০৬/২০১৫আনেক বানানা ভুল আছে দেখে নিনি কবিতার দেহ ঠিক নেই মনে হল
-
অ ২৬/০৬/২০১৫এটা কি পুঁথি?