ফিরে আয়
একবার ফিরে আয় খোকা ফিরে আয়,
তোর আসার পথ চেয়ে মোর বেলা যায়।
ফিরে আয় একবার দিসনে মোরে ফাঁকি,
দু'চোখে অন্তত একবার তোকে দেখি।
দেশের স্বাধীনতার জন্য অস্ত্র নিয়ে হাতে,
সেই যে ঘর ছাড়লি এক দূর্বার সপথে।
অবশেষে স্বাধীনতা তো সত্যিই এলো,
তুই শুধু এলিনা ফিরে তোর কিযে হলো!
মোদের পাশের বাড়ির উজ্জলী,দীপালী
জানিনা কোথায় গিয়াছে রে চলি।
হিংস্র হায়েনারা প্রতিমার ইজ্জত নিয়েছে,
গোরা কাকা,নাসির মোল্লার প্রান কেড়েছে।
খোকা একবার আয় ফিরে আয়,
এসে দেখ আজও প্রতিমারা নির্জাতিত হয়।
আজও গোরাকাকা ,নাসির মোল্লাদের রক্ত ঝড়ে,
কি সব ঘটছে বল স্বাধীন দেশের পরে!
আরও কতো কথা বুকে জমানো আছে,
তুই ফিরে এলে সবই বলব তোর কাছে।
আবারও তোকে সংগ্রাম করে হতে হবে ধন্য,
স্বাধীনতার ফসল সর্বস্তরে পৌছে দেয়ার জন্য।
তোর আসার পথ চেয়ে মোর বেলা যায়।
ফিরে আয় একবার দিসনে মোরে ফাঁকি,
দু'চোখে অন্তত একবার তোকে দেখি।
দেশের স্বাধীনতার জন্য অস্ত্র নিয়ে হাতে,
সেই যে ঘর ছাড়লি এক দূর্বার সপথে।
অবশেষে স্বাধীনতা তো সত্যিই এলো,
তুই শুধু এলিনা ফিরে তোর কিযে হলো!
মোদের পাশের বাড়ির উজ্জলী,দীপালী
জানিনা কোথায় গিয়াছে রে চলি।
হিংস্র হায়েনারা প্রতিমার ইজ্জত নিয়েছে,
গোরা কাকা,নাসির মোল্লার প্রান কেড়েছে।
খোকা একবার আয় ফিরে আয়,
এসে দেখ আজও প্রতিমারা নির্জাতিত হয়।
আজও গোরাকাকা ,নাসির মোল্লাদের রক্ত ঝড়ে,
কি সব ঘটছে বল স্বাধীন দেশের পরে!
আরও কতো কথা বুকে জমানো আছে,
তুই ফিরে এলে সবই বলব তোর কাছে।
আবারও তোকে সংগ্রাম করে হতে হবে ধন্য,
স্বাধীনতার ফসল সর্বস্তরে পৌছে দেয়ার জন্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৬/২০২৪অনবদ্য
-
কবি আল মামুন ২৩/১২/২০২১আমার জীবনেরর শ্রেষ্ঠ লেখা।