হে মানুষ
হে মানুষ
তোমার তো সঠিক মানুষ হবার কথা ছিলো,
অথচ তুমি একি হতে চলেছো বলো?
মানুষ হওয়া ছিলো তোমার জীবনের ব্রত,
একবার আত্মসমালোচনা করে দেখো তো।
হে মানুষ
তুমি এটা সেটা হবার জন্য হয়েছো অস্থির,
অথচ এ জীবন এক ক্ষণস্থায়ী নীড়।
স্থায়ী পরকালকে যদি ভুলে যাও অবিকল,
তবে বোকা তুমি, মানুষ জীবন তোমার বিফল।
হে মানুষ
পেয়েছো দূর্লভ মানুষ জীবন পাবে না আর?
ভাবতে শিখো জীবনের উদ্দেশ্য কি তোমার?
তাই থাকতে এখনও দূর্লভ মানুষ জীবন,
পরকালীন মুক্তির পথ করো অন্বেষণ।
তোমার তো সঠিক মানুষ হবার কথা ছিলো,
অথচ তুমি একি হতে চলেছো বলো?
মানুষ হওয়া ছিলো তোমার জীবনের ব্রত,
একবার আত্মসমালোচনা করে দেখো তো।
হে মানুষ
তুমি এটা সেটা হবার জন্য হয়েছো অস্থির,
অথচ এ জীবন এক ক্ষণস্থায়ী নীড়।
স্থায়ী পরকালকে যদি ভুলে যাও অবিকল,
তবে বোকা তুমি, মানুষ জীবন তোমার বিফল।
হে মানুষ
পেয়েছো দূর্লভ মানুষ জীবন পাবে না আর?
ভাবতে শিখো জীবনের উদ্দেশ্য কি তোমার?
তাই থাকতে এখনও দূর্লভ মানুষ জীবন,
পরকালীন মুক্তির পথ করো অন্বেষণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৬/২০২৪চমৎকার লেখা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/১২/২০২১চমৎকার কবিতা মানুষকে নিয়ে।