নির্ভেজাল ভালবাসা
আমার প্রতিটি পথ চলায়, যদি তুমি ফুলের পাপড়ি না দিয়ে
বিছিয়ে দাও কাঁদা আর শত কাঁটার ছড়াছড়ি
তবুও আমি তোমাকে মনের ঘরে কবুল বলে
শত জনমের পরিচিত মুখ হয়ে বুকের পাজরে আপন করে নিতে পারি,
একবার, শুধু একবার আমার হাতটি ধরে মিষ্টি হেঁসে বল সখি
ভালবাসি ভালবাসি খুব ভালবাসি ।
আমার প্রতিটি কথা বলায় যদি তুমি রুদ্ধবাক করে
আমার সাথে কর অসম্ভব মান-অভিমান অযাচিত বাড়াবাড়ি
তবুও আমি নিষ্পাপ মনে ক্ষণ কালে তোমাকে ক্ষমা করে দিতে পারি,
একবার, শুধু একবার আমার হাতটি ধরে মিষ্টি হেঁসে বল সখি
ভালবাসি ভালবাসি খুব ভালবাসি ।
আমার প্রতীক্ষণ আনমনা কাঁটা ঘাঁ অস্থির বিষণ্ণতায়, যদি তুমি দাও
আরও আরও আরও বেশি লঙ্কার যন্ত্রনা জ্বলা-জ্বলি
তবুও আমি বুকের পাজরে স্ব-জ্ঞানে সব ভুলে গিয়ে
তোমাকে নিষ্পাপ নির্ভেজাল ভাবতে পারি,
একবার, শুধু একবার আমার হাতটি ধরে মিষ্টি হেঁসে বল সখি
ভালবাসি ভালবাসি খুব ভালবাসি ।
আমার সারাবেলা মেঘলা আকাশ রেখে যদি তুমি দাও বৃষ্টির ছড়াছড়ি
তবুও আমি সব মেনে নিতে পারি,
একবার, শুধু একবার আমার হাতটি ধরে মিষ্টি হেঁসে বল সখি
ভালবাসি ভালবাসি খুব ভালবাসি ।
বিছিয়ে দাও কাঁদা আর শত কাঁটার ছড়াছড়ি
তবুও আমি তোমাকে মনের ঘরে কবুল বলে
শত জনমের পরিচিত মুখ হয়ে বুকের পাজরে আপন করে নিতে পারি,
একবার, শুধু একবার আমার হাতটি ধরে মিষ্টি হেঁসে বল সখি
ভালবাসি ভালবাসি খুব ভালবাসি ।
আমার প্রতিটি কথা বলায় যদি তুমি রুদ্ধবাক করে
আমার সাথে কর অসম্ভব মান-অভিমান অযাচিত বাড়াবাড়ি
তবুও আমি নিষ্পাপ মনে ক্ষণ কালে তোমাকে ক্ষমা করে দিতে পারি,
একবার, শুধু একবার আমার হাতটি ধরে মিষ্টি হেঁসে বল সখি
ভালবাসি ভালবাসি খুব ভালবাসি ।
আমার প্রতীক্ষণ আনমনা কাঁটা ঘাঁ অস্থির বিষণ্ণতায়, যদি তুমি দাও
আরও আরও আরও বেশি লঙ্কার যন্ত্রনা জ্বলা-জ্বলি
তবুও আমি বুকের পাজরে স্ব-জ্ঞানে সব ভুলে গিয়ে
তোমাকে নিষ্পাপ নির্ভেজাল ভাবতে পারি,
একবার, শুধু একবার আমার হাতটি ধরে মিষ্টি হেঁসে বল সখি
ভালবাসি ভালবাসি খুব ভালবাসি ।
আমার সারাবেলা মেঘলা আকাশ রেখে যদি তুমি দাও বৃষ্টির ছড়াছড়ি
তবুও আমি সব মেনে নিতে পারি,
একবার, শুধু একবার আমার হাতটি ধরে মিষ্টি হেঁসে বল সখি
ভালবাসি ভালবাসি খুব ভালবাসি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ১২/১০/২০১৭ভালো লেগেছে!
-
আজাদ আলী ১২/১০/২০১৭Khub valo
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১২/১০/২০১৭ভালো
-
মধু মঙ্গল সিনহা ১২/১০/২০১৭সুন্দর