www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অমর পিতা

কবরে শুয়ে আছে, দ্যাখো মা, আমার বংশ
চারদিকে ঘোর অন্ধ, নিরব নিস্তব্ধ
নিবিড় নিশি বক্ষে জড়িয়ে তোমায় শোনাতো মা সে
কত নানান রূপ কথার গল্প,
ঐ যে একাত্তরের পৈশাচিক আততায়ী আজ তাকে করেছে ধ্বংস ।


২৫'শে মার্চ ঘোর অন্ধকার চারদিকে জনপদ গহিন তন্দ্রার কোলে আচ্ছন্ন
হঠাৎ গোলা-বারুদের প্রকম্পিত শব্দে চারিদিকে শুরু হলো ঘাতকের দৌরাত্ম্য ।
মাগো, তোমার সঙ্গ ছেড়ে উৎক্ষিপ্ত হয়ে সে হাতে নিল বন্দুক
অভিপ্রায় ছিল তার ধ্বংস করবে ঘাতকের দল !
যেতে নাহি দিতে তুমি চেয়েছিলে মাগো, আঁচলে বাঁধতে পারলে না তাকে
দেহের পরতে শিহরিয়া উঠিল শোণিত জল
আবাস ছেড়ে বের হয়ে ঠাহর করতে পারলো সে, চারিদিকে রক্তের ঢলা-ঢল !
এ যে আমার সব এই বঙ্গে বক্ষে বাসস্থল !


বুলেট বিদ্ধ হয়ে মুক্তির কাধে লয়ে ফিরে এলো সে
দ্যাখো মা, এ যে তোমার প্রিয়জন !
আজ নব বঙ্গ জন্ম দিয়ে সে করেছে মৃত্যুবরণ ।


নিজের জীবন বিপন্ন করে সে রক্ষা করলো দেশের সম্মান
আমিতো মা আজ এই বঙ্গ বক্ষে একজন বীর মুক্তি যোদ্ধার সন্তান !
চারিদিকে সবে গর্ব দেখে করছে আমায় পরশ্রীকাতর
তোমার জন্য পেয়েছি হে অমর, কত যে বাঙ্গলার বুকে বঙ্গ মানুষের আদর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast