www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার প্রার্থনা

বিবেকহীন মানুষ ভেবে তোমরা যেদিন
অবহেলার তীর ছুঁড়ে দিবে আমার মনের দুয়ারে অনাদরে
সেই দিন আমি শেষ নিঃশ্বাস ফেলবো
অন্ধকার এ ধূসর জগতে ।
এ পৃথিবীর বোঝা হয়ে থাকতে আমি জন্ম নেইনি
তোমাদের এ মাটির তরে
আমি জন্ম দিতে এসেছি ভূলোক-ধূলোকে
মানুষের জন্য শান্তি,
শান্তির নিশান উর্দ্ধে উড়াব পৃথিবীর নীলাভ গগনে ।


আজ আমি দিতে চাই এ পৃথিবীর সকল মানুষকে
নিজের মতন করে নিজের সব উজাড় করে
সব হিংসা-বিদ্বেষ, যুদ্ধ, হানা-হানি, ধর্ম জাতি ভেদাভেদ ভুলে
সবার উপরে মানুষ সত্য
এটাই থাকে যেন সকলের মনের পবিত্র বিশ্বাসে ।


আমি নই কারও ঘরে, কোন গোত্র বংশে জন্ম !
মানুষের সব দুঃখ মুছে সবার জন্য গড়ি সুখের স্বর্গ
এটাই আমার মহা-বাণী, ধ্যানে জ্ঞানে ধর্ম-কর্ম ।

বিশ্বমানবতার কাণ্ডারী আমি
শক্ত হস্তে সকলের মনের দুঃখ দুর্দশার হাল ধরি
এসো ভাই এসো সবাই, যুদ্ধকে ভুলে আমরা শান্তির পথে চলি ।
দিতে চাই আমি তোমার মাঝে সব স্বপ্ন
এসো সত্য ন্যায়ের কথা বলি,
এ পৃথিবীর বুকে আমরা হব সবাই শান্ত শিষ্ট
থাকবেনা কোন অসৎ অসত্য অবশিষ্ট ।
পৃথিবীর সব যুদ্ধবাজদের মাটিতে পুঁতে ফেলে
এসো সবাই একসাথে বলি,
হে প্রভু আমাদের তুমি শান্তি দাও
শান্তির পথে আমাদের সকলকে কবুল করে নাও ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast