www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিশ্ব জয়ের ছড়া

(১৯/ ১০/ ১৯৯৯ ইং)
বিশ্ব জয়ের স্বপ্নে আমার কাটে যে দিবা-রাত্রি
জয় করবো বিশ্ব আমি তোমরা সবাই স্বাক্ষী ।
আনবো দেশের সম্মান বয়ে হলফ করে বলছি
বঙ্গ ভাষা বক্ষে ধরে তাই কবিতা লিখছি ।

আমার সোনার বাংলা আমি গাইবো সকল দেশে
লাল-সবুজের পতাকা নিয়ে ঘুরবো বীরের বেশে ।
আমার দেশের ইতিহাসে কতই স্মৃতি আছে
যুদ্ধ করে স্বাধীন হয়েছি বলবো তাদের কাছে ।

সাগর সম রক্ত শুষে মিটছে ক্ষুধা এই দেশের মাটি
তাইতো এদেশ সোনার বাংলা সোনার চেয়ে খাঁটি ।
মাতৃভাষা বাংলা নিয়ে দেব সকল দেশে পাড়ি
বিশ্বটাকে জয় করে তব আমি ফিরবো দেশের বাড়ি ।

আমায় তোমরা করবে দোয়া ও হে বঙ্গ জাতি
বিশ্ব তরে করবো প্রমান বাংলা আমার সোনার চেয়ে খাঁটি ।
আর বেশিদিন নইতো দূরে ঐ যে দ্যাখো বিশ্ব মাঝে লাল-সবুজের পতাকা উড়ে
মাতৃভাষা বাংলা নিয়ে করবো আমি বিশ্বটাকে জয় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast