www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অজানা ভালবাসা

তুমি ক্ষণিকের ভালোলাগা থেকে অগ্নি শিখার মত জ্বলে উঠে
ভাবতে যেয়ো না আমাকে
স্বল্প পরিসরে কিঞ্চিৎ কালে, কী এমন দেখলে আমায় ?
হুশ জ্ঞান ভুলে অজ্ঞতার মত ভালোবেসে
শেষে পোড়াবে দু-জনকে অন্ত ঘোরে অনন্তকাল ধরে ।


আমি আকাশের বিশালতার মত অবিকল
আমার পুরোটা স্বত্তা জুড়ে অথৈ নোনা জল
সূর্যের মত তেজ-দীপ্ত অতি উজ্জ্বল
মাটির সুধার মত রসালো অতি উর্বর,
আমি গগনচুম্বী বিজলী চমকিত প্রতিধ্বনি প্রতিফলন প্রতিফলক
আমার ভিতরে থাকে প্রতীক্ষণ কৌতুহলী কোলাহল ।


আমি উদার উগ্র নম্র সতত প্রকট অসৎ সত্য যাহাই বলো,
আমি খুব প্রাণ-চঞ্চল ।
তুমি ক্ষণিকের মোহে পড়ে মোমের মত ক্ষণে ক্ষণে ক্ষয়ে ক্ষয়ে
নদীর স্রোতের মত কেন বহে চলো আমার হৃদয় গভীরে ?
স্বল্প পরিসরে ক্ষণিকের ক্ষণে কী এমন দেখলে আমায় ?
হুশ জ্ঞান ভুলে অজ্ঞতার মত ভালোবেসে
শেষে পোড়াবে দু-জনকে অন্ত ঘোরে অনন্তকাল ধরে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast