www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার স্বপ্ন তুমি

তোমাকে যেদিন দেখেছি প্রথম মনের ক্যাম্পাসে
অপলক চোখে অদূরে দাঁড়িয়ে নির্বাক
মনের অতুল গহিনে বেঁধেছি সুপ্ত বাসনায়, আমার সপ্ন তুমি ।
স্বাক্ষী ছিল বৃক্ষ তরুলতা খাল-বিল নদী-নালা, শষ্য-শ্যামল ঘেরা সবুজ পাতা
চন্দ্র সূর্য গ্রহ তারা প্রকৃতি আর বিশ্ব জগৎ ভূমি ।


তোমার রূপের সৌন্দর্য অঙ্গ বসন ভেদ করে নগ্ন দেহে আমাকে মুগ্ধ করেছিল
কে তুমি ? তাও ভাবিনি ! রূপে গুনে উম্মত্ত ধ্যানে শুধু ভেবেছি, আমার স্বপ্ন তুমি !


দূর বহুদূর হতে তোমাকে অপলক চোখে চেয়ে চেয়ে
কত যে চোখের দৃষ্টি ক্ষয় করেছি ।
মোনালিসা হেলেন কিংবা বনলতা সেনের সৌন্দর্য আমি দেখেছি
কখনো এতটা মুগ্ধ হইনি, তুমি অপরূপা তুলনাহীন সেই নারী !
জোছনা রাতের চন্দ্র তোমার পদতলে ক্ষীণ
আমি নতশির পূজারীর মত নিমগ্ন চিত্তে বক্ষ বিত্তে গেঁথেছি, আমার স্বপ্ন তুমি !


নির্ঘুম চোখে রাত্রি নিশিতে নেত্র মেলে স্বপ্ন নীড়ে
তোমাকে নিয়ে মনের গভীরে বেঁধেছি কত যে পুঞ্জীভূত বাসর
মনের আঙ্গিনা জুড়ে রয়েছো তুমি, শুধু আমার স্বপ্ন তুমি !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast