স্বপ্ন
আমারও আছে সেই স্বপ্ন, পৃথিবীর সব গণ্ডি পেরিয়ে
চন্দ্র সূর্য গ্রহ তারাদের মত খ্যাতির উচ্চ শিরে দাঁড়িয়ে
ঐ দূর উর্ধ্বে উঠে নীলাকাশকে দুহাতে আলতো স্পর্শ করার ।
তোমাদের দৃষ্টি সীমানা পেরিয়ে শুন্যতায় উড়ন্ত মেঘের উপর পরিপূর্ণ ঘর বাঁধার ।
আমার লক্ষ্য অটুট এবং স্থির, আমি ঐ গগন চুম্বী চিলের মত
দূর্বার দূরন্ত উদ্যমী অসীম সংযমী মহাবীর ।
আমার দেহে বইছে উত্তেজিত সেই লোহিত কণিকা,
মৃত্যুর সঙ্গে পাঞ্জা দিতে আমি সংযত নই ।
সমুদ্রের বিশদ বিশালতায় হিংস্র দানবের সম্মুখে দাঁড়াতে আমি প্রস্তুত ।
গহীন জঙ্গলে ক্ষুধার্ত্ব বাঘের আহার কেড়ে নিতে আমি দক্ষ ।
আমি সম্ভব ! অসম্ভব বলে আমি কিছু মানিনা !
আমি আকাশের তারাগুলো দুচোখের তীঘ্নতায় গুনতে জানি
মুক্ত বিহঙ্গে দোল খেয়ে প্রকৃতির ভাষা বুঝতে পারি ।
আমি যেখানেই যাই, সব অন্যায় অবিচার অত্যাচার দুর্নীতির শিকড় উপড়ে ফেলি
নিজের জীবন বিপন্ন করে মানুষের কল্যাণে নিবেদিত মরতে পারি ।
আমি সহজ-সরল, মানুষের সাথে মিলেমিশে সাদামাটা কথা বলি
নিজেকে উজাড় করে সকলের কল্যানে আনায়াসে ঝাঁপিয়ে পড়ি ।
নিজের সুখের কথা ভুলে অন্যের দুঃখকে আপন করি
তব আমি কবি, সব মানুষের হৃদ মন্দিরে নিজের জীবন এবং স্বপ্ন গড়ি ।
চন্দ্র সূর্য গ্রহ তারাদের মত খ্যাতির উচ্চ শিরে দাঁড়িয়ে
ঐ দূর উর্ধ্বে উঠে নীলাকাশকে দুহাতে আলতো স্পর্শ করার ।
তোমাদের দৃষ্টি সীমানা পেরিয়ে শুন্যতায় উড়ন্ত মেঘের উপর পরিপূর্ণ ঘর বাঁধার ।
আমার লক্ষ্য অটুট এবং স্থির, আমি ঐ গগন চুম্বী চিলের মত
দূর্বার দূরন্ত উদ্যমী অসীম সংযমী মহাবীর ।
আমার দেহে বইছে উত্তেজিত সেই লোহিত কণিকা,
মৃত্যুর সঙ্গে পাঞ্জা দিতে আমি সংযত নই ।
সমুদ্রের বিশদ বিশালতায় হিংস্র দানবের সম্মুখে দাঁড়াতে আমি প্রস্তুত ।
গহীন জঙ্গলে ক্ষুধার্ত্ব বাঘের আহার কেড়ে নিতে আমি দক্ষ ।
আমি সম্ভব ! অসম্ভব বলে আমি কিছু মানিনা !
আমি আকাশের তারাগুলো দুচোখের তীঘ্নতায় গুনতে জানি
মুক্ত বিহঙ্গে দোল খেয়ে প্রকৃতির ভাষা বুঝতে পারি ।
আমি যেখানেই যাই, সব অন্যায় অবিচার অত্যাচার দুর্নীতির শিকড় উপড়ে ফেলি
নিজের জীবন বিপন্ন করে মানুষের কল্যাণে নিবেদিত মরতে পারি ।
আমি সহজ-সরল, মানুষের সাথে মিলেমিশে সাদামাটা কথা বলি
নিজেকে উজাড় করে সকলের কল্যানে আনায়াসে ঝাঁপিয়ে পড়ি ।
নিজের সুখের কথা ভুলে অন্যের দুঃখকে আপন করি
তব আমি কবি, সব মানুষের হৃদ মন্দিরে নিজের জীবন এবং স্বপ্ন গড়ি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৫/০৮/২০১৭খুব ভালো ...
-
কামরুজ্জামান সাদ ০৫/০৮/২০১৭এতো বানান ভুল!!
বানানের দিকে আরেকটু নজর দিবেন বলেই আশা রাখি।কবিতাটি সুন্দর হয়েছে তবে বানানের কারণে সৌন্দর্য্য হারিয়েছে বলতে হয়।
ভুল>>সঠিক
উচ্ছ>উচ্চ
গহিণ>গহিন/গহীন
তীগ্নতায়>তীঘ্নতায়
দূর্ণীতির>দুর্নীতির
কল্যানে>কল্যাণে
স্বরল>সরল
সাদামাঠা>সাদামাটা
কবি আশা রাখি ঠিক করে নিবেন।