আমার প্রেমে পড়া
তোমার প্রেমে পড়েছি মেয়ে, তোমার প্রেমে পড়েছি
আমি বার বার বেলাজ নয়নে শুধু তোমার প্রেমে পড়েছি,
আজও কেন তুমি আমাকে বুকের পাজরে আপন ভেবে তোমার ভালবাসা দাওনি ?
তবুও আমি হতাশার ঘোরে ডুবিনি, সিগারেট ধরিনি, মদ্য পান করিনি
কোন নেশা কিংবা আত্ম-হত্যাও করিনি !
শুধু তোমাকে পাওয়ার অভিপ্রায়ে এখনও প্রহর ধৈর্য ধরেছি ।
আমার প্রেমের ইতিহাস সখি আজ আমি করবো তোমার কাছে ফাঁস
কোন একদিন চিত্ত গভীরে তোমাকে পাওয়ার নেশা তলে উম্মত্ত ধ্যানে
আমি কত কী করেছি !
আমি কবিরাজ দরবেশের দরবারে গিয়ে তোমাকে তাবিজ করেছি,
অন্ধকার রাত্রী নির্জনে তোমার দরজা থেকে তোমার পায়ের জুতা চুরি করেছি,
পানির চিকন লৌহার পাইপ বেয়ে তিন তলায় উঠে
বারান্দায় টাঙ্গানো তোমার জামা চুরি করেছি ।
তোমার বাসার সম্মুখে দরবেশের দেওয়া তাবিজ রেখেছি
মসজিদের চৌ-কোনায় তাবিজ রেখেছি,
মন্দিরের ভিতর মা' কালীর পদতলে তাবিজ রেখেছি ।
সমস্থ ভয় উপেক্ষা করে ঘোর অন্ধকারে মানুষের কবরে গিয়ে
জীবন বাজি রেখে মৃত মানুষের কবরে তাবিজ রেখেছি ।
কত কী করেছি আমি ! পাগলের মত তোমাকে হৃদয় উজাড় করে ভালোবেসেছি !
আমার দুর্বলতার সুযোগে সেই বন্ড দরবেশ আমাকে নিঃশেষ করেছে
আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করেছে,
আজও কেন তুমি আমাকে তোমার ভালবাসা দাওনি ?
তবুও আমি হতাশার ঘোরে ডুবিনি, সিগারেট ধরিনি, মদ্য পান করিনি
কোন নেশা কিংবা আত্ম-হত্যাও করিনি !
শুধু তোমাকে পাওয়ার অভিপ্রায়ে এখনও প্রহর ধৈর্য ধরেছি ।
তোমার প্রেমে পড়েছি মেয়ে, তোমার প্রেমে পড়েছি
আমি বার বার বেলাজ নয়নে শুধু তোমার প্রেমে পড়েছি,
আজও কেন তুমি আমাকে বুকের পাজরে আপন ভেবে তোমার ভালবাসা দাওনি ?
তবুও আমি হতাশার ঘোরে ডুবিনি, সিগারেট ধরিনি, মদ্য পান করিনি
কোন নেশা কিংবা আত্ম-হত্যাও করিনি !
শুধু তোমাকে পাওয়ার অভিপ্রায়ে এখনও প্রহর ধৈর্য ধরেছি ।
আমি বার বার বেলাজ নয়নে শুধু তোমার প্রেমে পড়েছি,
আজও কেন তুমি আমাকে বুকের পাজরে আপন ভেবে তোমার ভালবাসা দাওনি ?
তবুও আমি হতাশার ঘোরে ডুবিনি, সিগারেট ধরিনি, মদ্য পান করিনি
কোন নেশা কিংবা আত্ম-হত্যাও করিনি !
শুধু তোমাকে পাওয়ার অভিপ্রায়ে এখনও প্রহর ধৈর্য ধরেছি ।
আমার প্রেমের ইতিহাস সখি আজ আমি করবো তোমার কাছে ফাঁস
কোন একদিন চিত্ত গভীরে তোমাকে পাওয়ার নেশা তলে উম্মত্ত ধ্যানে
আমি কত কী করেছি !
আমি কবিরাজ দরবেশের দরবারে গিয়ে তোমাকে তাবিজ করেছি,
অন্ধকার রাত্রী নির্জনে তোমার দরজা থেকে তোমার পায়ের জুতা চুরি করেছি,
পানির চিকন লৌহার পাইপ বেয়ে তিন তলায় উঠে
বারান্দায় টাঙ্গানো তোমার জামা চুরি করেছি ।
তোমার বাসার সম্মুখে দরবেশের দেওয়া তাবিজ রেখেছি
মসজিদের চৌ-কোনায় তাবিজ রেখেছি,
মন্দিরের ভিতর মা' কালীর পদতলে তাবিজ রেখেছি ।
সমস্থ ভয় উপেক্ষা করে ঘোর অন্ধকারে মানুষের কবরে গিয়ে
জীবন বাজি রেখে মৃত মানুষের কবরে তাবিজ রেখেছি ।
কত কী করেছি আমি ! পাগলের মত তোমাকে হৃদয় উজাড় করে ভালোবেসেছি !
আমার দুর্বলতার সুযোগে সেই বন্ড দরবেশ আমাকে নিঃশেষ করেছে
আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে নিঃস্ব করেছে,
আজও কেন তুমি আমাকে তোমার ভালবাসা দাওনি ?
তবুও আমি হতাশার ঘোরে ডুবিনি, সিগারেট ধরিনি, মদ্য পান করিনি
কোন নেশা কিংবা আত্ম-হত্যাও করিনি !
শুধু তোমাকে পাওয়ার অভিপ্রায়ে এখনও প্রহর ধৈর্য ধরেছি ।
তোমার প্রেমে পড়েছি মেয়ে, তোমার প্রেমে পড়েছি
আমি বার বার বেলাজ নয়নে শুধু তোমার প্রেমে পড়েছি,
আজও কেন তুমি আমাকে বুকের পাজরে আপন ভেবে তোমার ভালবাসা দাওনি ?
তবুও আমি হতাশার ঘোরে ডুবিনি, সিগারেট ধরিনি, মদ্য পান করিনি
কোন নেশা কিংবা আত্ম-হত্যাও করিনি !
শুধু তোমাকে পাওয়ার অভিপ্রায়ে এখনও প্রহর ধৈর্য ধরেছি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৪/০৮/২০১৭ধৈর্য সফল হোক ... খুব সুন্দর ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৮/২০১৭ভালোলাগা সহ।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৮/২০১৭ভয়ংকর ভালোবাসা।
-
আমি সেই প্রতিবাদী নারী ০৩/০৮/২০১৭মাশাআল্লাহ্,খুব চমৎকার ধর্য।
-
মোনালিসা ০৩/০৮/২০১৭দারুন