www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গণতন্ত্র

আমি গণতন্ত্র, আমাকে করোনা তোমরা তোমাদের নিজস্ব মনতন্ত্র ।
আমি স্বাধীন, নই বদ্ধশিকল পরাধীন
মুক্ত বিহঙ্গে উর্ধ্বে চলি, তব আমি জনতন্ত্র ।
আমি নই শৈরাচার সেচ্ছাচার বাকশাল, নাস্তিক আস্তিক ধর্ম-বিধর্ম
কলঙ্কিত কুলষিত কুন্ঠিত লঙ্গিত লুন্ঠিত মানব মনোযন্ত্র
নই কারো মনগড়া মতবাদ সমাজতন্ত্র ।
আমি জনগন ! জনতার কথা বলি,
স্বাধীনতার পবিত্র চেতনা বক্ষে ধরে সবকিছুর উর্ধ্বে চলি
এবং জন দূর্ভোগ লাঘব করি
তাই আমি গণতন্ত্র, জনগণ জন-কাণ্ডারী !


আমাকে মুক্তি দাও ! আমি তোমাদের মনগড়া মতবাদের পদতলে আজ পৃষ্ঠ ।
আমি সাম্যের কথা বলি, ভাতৃত্বের কথা বলি
সবার উপরে মানুষ সত্য ! এটাই আমার মূলতন্ত্র !
আমি বিশ্বাস ! সবাই আমার উপরে নিবে শান্তির নিঃশ্বাস ।
আমি সত্য-সতত ! সততার বোঝাই তরী
বাঙ্গলার মাটি সোনার চেয়ে খাঁটি, তব আমি সোনার মানুষ গড়ি ।
আমি স্বাধীন ! উচ্চ কন্ঠে স্বাধীনতার কথা বলি
বিশ্ব কূলে আমি উৎকৃষ্ট, আমার বক্ষে রয়েছে কত বীর শ্রেষ্ঠ
আজ তোমরা আমায় করোনা সর্ব নিকৃষ্ট ।


আমি বাঙ্গালী ! নই হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান নই কোন গোষ্ঠী
আমি বাংলার, বাংলা আমার এই আমার বড় পরিচয় সবমতাদর্শ
আমি গণতন্ত্র ! আমি গণতন্ত্র ! আমি গণতন্ত্র !
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast