www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেরিওয়ালা

বন্ধু হবে.…......বন্ধু ?
বন্ধু নিবে..…....বন্ধু ?
বন্ধু হবে ..…....বন্ধু ?
বন্ধু নিবে ..……বন্ধু ?
প্রানের বন্ধু, জানের বন্ধু
দিনের বন্ধু, রাতের বন্ধু
সুখের বন্ধু, দুঃখের বন্ধু !
বন্ধু হবে..……....বন্ধু ?
বন্ধু নিবে..…..… বন্ধু ?

এই তুমি কী আমার বন্ধু হবে ?
জ্যোস্না রাতে ছাদের উপর দুজনে
পাশাপাশি দাড়িয়ে চাঁদ দেখার বন্ধু,
রাত বারোটার পর বাবার চোখ ফাঁখি দিয়ে
দিব্যি প্রেম আলাপ করে রাত কাটানোর বন্ধু,
কলেজের ক্লাশ ফাঁকি দিয়ে পার্কের জুবড়ি গাছের নিছে বসে
নির্জনে আড্ডা দেওয়ার বন্ধু ।
বন্ধু হবে..…..…......বন্ধু ?
বন্ধু নিবে ..…..……বন্ধু ?
বন্ধু হবে..…..…......বন্ধু ?
বন্ধু নিবে ..…..……বন্ধু ?

তুমি কী আমার বন্ধু হবে ?
বিলেত ফেরত বাবার বন্ধুর ছেলের সাথে
বিয়ের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে, হাসপাতালের বেডে শুয়ে
মৃত্যুর মুখোমুখি বাবার শেষ ইচ্ছাকে ফিরিয়ে দেওয়ার বন্ধু !
রাতের আঁধারে এক কাপড়ে অঢেল অট্টালিকা ছেড়ে
সামান্য টেক্সীর ড্রাইভারের হাত ধরে পালিয়ে যাওয়ার বব্ধু ।
বন্ধু হবে ..…….বন্ধু ?
বন্ধু নিবে..…..…বন্ধু?
প্রানের বন্ধু, জানের বন্ধু
দিনের বন্ধু, রাতের বন্ধু
সুখের বন্ধু, দুঃখের বন্ধু !
বন্ধু হবে..….…..বন্ধু?
বন্ধু নিবে ..….....বন্ধু?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast