দুঃখ-বেদনা
জীবনে চলার গতিপথে হাজার মনের সাথে
হয়েছে আমার মনের শত যোগাযোগ,
এখনো পাইনি আমি আপনার মত করে
খুব সাধারণ একটি মনের খোঁজ ।
ব্যস্ততার ঘেড়াকলে ভালবাসা কারে বলে
সেসব কিছু ভুলে, সবার ভিতরেই শুধু অর্থের লোভ ।
আমি দেখেছি উৎ পেতে নেত্র মেলে
অর্থ গাম্ভীর্যের মত্ত ধ্যানে সবার মাঝেই ক্রোধে ভরা অহংকারবোধ ।
সত্য সুপথ ভুলে হিংসা বিদ্বেষ ভরা সুযোগ পেলেই
অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় সবাই নিজের সব দোষ,
আহা ! এটাই আমার মহা ক্ষোভ আপছোস ।
এই মহা ভূবন জুড়ে হাজার কোটি মানুষের বসবাস
কত ছলা-কলা কৌশলে, নিত্য সুখের লাগি
ছলনার ছলে অর্থ বিত্ত গড়ে জীবনের মানে ভুলে
সবাই নিজ সত্ত্বা সফে দেয় অসৎ পথে অসন্তোষ !
মনের শত দুঃখ বক্ষে জমে আছে, আজও পাইনি আমি আপনার মত করে
খুব সাধারণ একটি মনের খোঁজ ।
আজও পাইনি আমি আপনার মত করে
আমার সারাবেলা সঙ্গে চলা দোসরের খোঁজ ।
আমি কত কী দেখেছি এই জীবনে
শৈশব ছেড়ে কিশোর, কিশোর ছেড়ে যৌবনে
যৌবন ছেড়ে বার্ধকের পথে
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভব ঘুরে সন্ন্যাসী হয়ে
কত কী দেখেছি আলো আর আঁধারের মাঝে
আমি দেখেছি সবার ভিতরেই অসৎ অর্থের লোভ ।
তব আজও পাইনি আমি আপনার মত করে
খুব সাধারণ একটি মনের খোঁজ ।
হয়েছে আমার মনের শত যোগাযোগ,
এখনো পাইনি আমি আপনার মত করে
খুব সাধারণ একটি মনের খোঁজ ।
ব্যস্ততার ঘেড়াকলে ভালবাসা কারে বলে
সেসব কিছু ভুলে, সবার ভিতরেই শুধু অর্থের লোভ ।
আমি দেখেছি উৎ পেতে নেত্র মেলে
অর্থ গাম্ভীর্যের মত্ত ধ্যানে সবার মাঝেই ক্রোধে ভরা অহংকারবোধ ।
সত্য সুপথ ভুলে হিংসা বিদ্বেষ ভরা সুযোগ পেলেই
অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় সবাই নিজের সব দোষ,
আহা ! এটাই আমার মহা ক্ষোভ আপছোস ।
এই মহা ভূবন জুড়ে হাজার কোটি মানুষের বসবাস
কত ছলা-কলা কৌশলে, নিত্য সুখের লাগি
ছলনার ছলে অর্থ বিত্ত গড়ে জীবনের মানে ভুলে
সবাই নিজ সত্ত্বা সফে দেয় অসৎ পথে অসন্তোষ !
মনের শত দুঃখ বক্ষে জমে আছে, আজও পাইনি আমি আপনার মত করে
খুব সাধারণ একটি মনের খোঁজ ।
আজও পাইনি আমি আপনার মত করে
আমার সারাবেলা সঙ্গে চলা দোসরের খোঁজ ।
আমি কত কী দেখেছি এই জীবনে
শৈশব ছেড়ে কিশোর, কিশোর ছেড়ে যৌবনে
যৌবন ছেড়ে বার্ধকের পথে
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভব ঘুরে সন্ন্যাসী হয়ে
কত কী দেখেছি আলো আর আঁধারের মাঝে
আমি দেখেছি সবার ভিতরেই অসৎ অর্থের লোভ ।
তব আজও পাইনি আমি আপনার মত করে
খুব সাধারণ একটি মনের খোঁজ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ৩০/০৭/২০১৭ভালো লেখা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৭/২০১৭অ ন ব দ্য।
-
কামরুজ্জামান সাদ ২৯/০৭/২০১৭অনবদ্য
-
ন্যান্সি দেওয়ান ২৯/০৭/২০১৭Good.