www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসা মানে

ভালবাসা মানে, দু-জনার পাগলামী
অন্যরকম অসম্ভব ভালোলাগা অনুভূতি ।
ভালবাসা মানে, কিছু স্মৃতি আর মনের লেন-দেন
একে অন্যের সহায়ক সহানুভূতি ।
ভালবাসা মানে, ক্ষণে ক্ষণে মান-অভিমান ছোট ছোট খুনসুটি ।
ভালবাসা মানে, জোছনা রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর ছেড়ে এসে
পাশা-পাশি দু'জনে হাত ধরে হাঁটা অনুভবে চাঁদ দেখা-দেখি ।

ভালবাসা মানে, একসাথে থাকা বাঁচা মরার প্রতিশ্রুতি ।
ভালবাসা মানে, ডর ভয় ঝড় উপেক্ষা করে হাতে-হাত রাখা
সামাজিক স্বীকৃতি ।
ভালবাসা মানে, দু'টি মন এক হয়ে ধ্যানের মিলন খেলা আর শুধুই প্রেম প্রীতি ।
ভালবাসা মানে, দু'জনের অপ্রিয় অভ্যাস গুলো প্রিয় ভেবে নিজের করে নেওয়ার
মানুষিক প্রশান্তি ।
ভালবাসা মানে, জীবনের লেনা-দেনা হিসাব কষে প্রিয়ার আচলে বাঁধা সংসারের চাবি ।
ভালবাসা মানে, সব ধন্দ সংঘাত ভুলে অভিন্ন সুরে কথা বলা
দু-জনার শুধু পাগলামী আর মায়াবী মুখর ছবি ।

ভালবাসা মানে, খাবার টেবিলে বসে অপেক্ষারত প্রহর আকুতি ।
ভালবাসা মানে, সন্ধ্যা নামিলে যেন ঘরে ফেরা, প্রিয়তমের প্রতি প্রিয়ার করুণ মিনতি ।
ভালবাসা মানে, মনের গভীরে ধ্যানের পূজারী হয়ে
নিবিড় অনুভবে নিশ্চিন্ত নির্ভরতার খোঁজা-খুঁজি ।
ভালবাসা মানে, নীলাভ আকাশের মত বিশাল জায়গা জুড়ে ভালবাসা-বাসি ।

ভালবাসা মানে, প্রিয়ার বক্ষে উর্বর জমিন চাষ করে
নব প্রজন্মের জন্ম দিয়ে আবার সেই ভালবাসার উত্তরসূরী রেখে যাওয়া ।
ভালবাসা মানে, পৃথিবীর নিয়মে ছুটে চলা
যৌবন ছেড়ে বৃদ্ধ, তারপর আগে পরে একে অন্যকে ছেড়ে অবিনশ্বর চলে যাওয়া ।
ভালবাসা মানে, শুধুই স্মৃতি গুলো স্মৃতির পাতায় রেখে যাওয়া ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast