আমাদের স্বাধীনতা
আমাদের স্বাধীনতা
----- আল-মামুন ।
আমাদের স্বাধীনতা যেন আজ শুধু গোলক বৃত্ত কুণ্ডলী
জাদু মন্ত্রের মত ক্ষমতালোভী এক রাক্ষুসী নারীর হস্তে সব জিম্মি,
আমরা ষোল কোটি বাঙ্গালী ঐ রমনীর কুণ্ডলীতে যেন চির বন্ধী ।
আমাদের বাপ-দাদাদের যুগে আমাদের পরিচয় ছিল সারা বিশ্বে
আমরা বাঙ্গালি, আমরা বীরের জাতি, সোনার মানুষ সোনার চেয়ে খাঁটি
আমাদের যুগে আমাদের পরিচয় জানে সারাবিশ্বে অসৎ কর্ম গুনে,
ধীক্কার দিয়ে বলে বঙ্গ জাতি সকল দেশের সেরা হচ্ছে সেরা দূর্নিতি ।
আমাদের আমলারা দেশের সব লুট করে ঘটা করে যায় বিদেশের মাটি
বক্ষে ভরা প্রশান্তি নিয়ে শত্রুদের কাছে বলে
বঙ্গ বক্ষে রয়েছে লক্ষ কোটি মৌলবাদী, হচ্ছে বোমাবাজি ।
আমাদের স্বাধীনতা ষোল কোটি মানুষের দুঃখ ভুলে করে ক্ষমতার দালালী
প্রতিটি মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়ে যে যার মত
অনিশ্চিয়তার ঘেড়া কলে ফেলে করে শুধু আমলাতান্ত্রিক ছামছামি ।
আমাদের স্বাধীনতা আজ গণতন্ত্র ভুলে গাইছে শৈরাচার বাকশালের জয় ধ্বণি,
আমাদের স্বাধীনতা এখন গণতন্ত্র ভুলে পরিণত পৈশাচিক আততায়ী ।
----- আল-মামুন ।
আমাদের স্বাধীনতা যেন আজ শুধু গোলক বৃত্ত কুণ্ডলী
জাদু মন্ত্রের মত ক্ষমতালোভী এক রাক্ষুসী নারীর হস্তে সব জিম্মি,
আমরা ষোল কোটি বাঙ্গালী ঐ রমনীর কুণ্ডলীতে যেন চির বন্ধী ।
আমাদের বাপ-দাদাদের যুগে আমাদের পরিচয় ছিল সারা বিশ্বে
আমরা বাঙ্গালি, আমরা বীরের জাতি, সোনার মানুষ সোনার চেয়ে খাঁটি
আমাদের যুগে আমাদের পরিচয় জানে সারাবিশ্বে অসৎ কর্ম গুনে,
ধীক্কার দিয়ে বলে বঙ্গ জাতি সকল দেশের সেরা হচ্ছে সেরা দূর্নিতি ।
আমাদের আমলারা দেশের সব লুট করে ঘটা করে যায় বিদেশের মাটি
বক্ষে ভরা প্রশান্তি নিয়ে শত্রুদের কাছে বলে
বঙ্গ বক্ষে রয়েছে লক্ষ কোটি মৌলবাদী, হচ্ছে বোমাবাজি ।
আমাদের স্বাধীনতা ষোল কোটি মানুষের দুঃখ ভুলে করে ক্ষমতার দালালী
প্রতিটি মানুষের জীবনকে অন্ধকারে ঠেলে দিয়ে যে যার মত
অনিশ্চিয়তার ঘেড়া কলে ফেলে করে শুধু আমলাতান্ত্রিক ছামছামি ।
আমাদের স্বাধীনতা আজ গণতন্ত্র ভুলে গাইছে শৈরাচার বাকশালের জয় ধ্বণি,
আমাদের স্বাধীনতা এখন গণতন্ত্র ভুলে পরিণত পৈশাচিক আততায়ী ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২২/০৭/২০১৭বাস্তব...
-
বিপ্লব চাকমা ২২/০৭/২০১৭দেশ তুমি কার?
দলের নাকি জান্তার?
সবাই যে বলে তুমি জনতার!
...............কবি, বেশ লিখেছেন। বাস্তব চিত্র।