সৃষ্টির ভুলে আমি
আমার জন্ম হলো কোন এক ক্ষণে অন্ধকারের নির্জনতায়
অঝোর ধারায় ক্রন্দনরত পৃথিবীর দুঃখ ঘেরা গহিন কন্দরে,
চন্দ্র সুর্য গ্রহ তারা আলো-বাতাস প্রকৃতির মায়া ভরা লীলার অগোচরে ।
পৃথিবীর আলো-বাতাস আমাকে স্পর্শ করলে হয়তো সব অপ্রবিত্রতায় ছুঁয়ে যাবে,
নর্দমার কিছু পঁচা দুর্গন্ধ, ধূলো-বালি আর মানব সৃষ্টির শেষে
অতিরঞ্জিত কিছু মৃত্তিকার তৈরি আমি ।
তোমরা কেউ আমাকে স্পর্শ করোনা, আমাকে দেখতে চেয়োনা
আমার গন্ধ শুঁকতে যেয়োনা, আমাকে ভালবেসোনা
আমি সৃষ্টির ভুলে সৃষ্টি !
আমি বর্ণহীন গন্ধহীন জ্ঞানহীন স্বপ্নহীন অন্ধকারের কূলক্ষী অজ্ঞ এক অতি নগন্য মানব
তব আজ বিশ্বকূলের মহান অধিপতি, আমার প্রার্থনার হাত বার বার ফিরিয়ে দিচ্ছেন
আমার জন্মলগ্নকাল থেকে প্রতিটি মুহূর্ত্ব আমি জীবনের সঙ্গে যুদ্ধ করছি ।
অবহেলা অনাদর অবজ্ঞা অনাহার ভালোবাসাহীন ঘৃণা
প্রতিক্ষণ আমার জীবনের সঙ্গে সঙ্গী হয়ে আছে ।
আমাকে তোমরা বুঝতে চেয়োনা, জানতে যেয়োনা, ভালোবাসতে যেয়োনা
আমি সৃষ্টির ভুলে সৃষ্টি ।
অঝোর ধারায় ক্রন্দনরত পৃথিবীর দুঃখ ঘেরা গহিন কন্দরে,
চন্দ্র সুর্য গ্রহ তারা আলো-বাতাস প্রকৃতির মায়া ভরা লীলার অগোচরে ।
পৃথিবীর আলো-বাতাস আমাকে স্পর্শ করলে হয়তো সব অপ্রবিত্রতায় ছুঁয়ে যাবে,
নর্দমার কিছু পঁচা দুর্গন্ধ, ধূলো-বালি আর মানব সৃষ্টির শেষে
অতিরঞ্জিত কিছু মৃত্তিকার তৈরি আমি ।
তোমরা কেউ আমাকে স্পর্শ করোনা, আমাকে দেখতে চেয়োনা
আমার গন্ধ শুঁকতে যেয়োনা, আমাকে ভালবেসোনা
আমি সৃষ্টির ভুলে সৃষ্টি !
আমি বর্ণহীন গন্ধহীন জ্ঞানহীন স্বপ্নহীন অন্ধকারের কূলক্ষী অজ্ঞ এক অতি নগন্য মানব
তব আজ বিশ্বকূলের মহান অধিপতি, আমার প্রার্থনার হাত বার বার ফিরিয়ে দিচ্ছেন
আমার জন্মলগ্নকাল থেকে প্রতিটি মুহূর্ত্ব আমি জীবনের সঙ্গে যুদ্ধ করছি ।
অবহেলা অনাদর অবজ্ঞা অনাহার ভালোবাসাহীন ঘৃণা
প্রতিক্ষণ আমার জীবনের সঙ্গে সঙ্গী হয়ে আছে ।
আমাকে তোমরা বুঝতে চেয়োনা, জানতে যেয়োনা, ভালোবাসতে যেয়োনা
আমি সৃষ্টির ভুলে সৃষ্টি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ২২/০৭/২০১৭কবি, আপনি ভুলের সৃষ্টি!!! কেঊতো নিশ্চয় আছে এমন ভুলেই আপনাকে বাসবে ভালো! ভুলেই আপনাকে দিবে আলো! সে হোক ফর্সা কিংবা কালো! দারুণ! শুভেচ্ছা।
-
Tanju H ০৩/০৭/২০১৭চমৎকার।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৭/২০১৭সুন্দর।
-
অর্ক রায়হান ০৩/০৭/২০১৭সুন্দর।
-
আরিফুল ইসলাম ০৩/০৭/২০১৭অসাধারণ !
-
আনিসুর রহমান বাবু ০৩/০৭/২০১৭অসাধারন !