www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভিমান

আমি বাংলার কবি বলে, হে বঙ্গ
তোমরা সকলে মম অতি মূল্যহীন ভেবে, ক্ষীন মনোভাবে
শত অবহেলা-অনাদরে, কোন এক ক্ষণে একদিন যাবে ভুলে
গুন ধরা কাঠ কিংবা মরিচার মত করে ।
আমার ঠিকানা হবে তোমাদের নগরে নিন্ম শ্রেণীয়
ধূলোয় মাটি কোলাহল ঘেরা বস্তির কাঁচা কুঁড়ে ঘরে ।
আজ আমার জন্ম যদি হতো পশ্চিমাদের কোন এক দেশে
কোন এক কন্ধর অন্ধ গহ্বরে
তব তোমরা মম ইংরেজ কবি বলে হৈ-হুল্লোড়ে ভক্তি শ্রদ্ধাভরে
তোমাদের মনের ঘরে যত্ন নিতে খুব আদুরে আদুরে সমাদরে,
শুধু বাংলার কবি বলে আজও আমি পড়ে আছি
তোমাদের নগরে সমাদর ছেড়ে অনাদরে ।

আমার কবিতা গুলো, গ্রাম বাংলার হৃদয়ে মাটিও মানুষ
তোমাদের অক্ষে স্বপ্ন সুখ, বক্ষে লুকানো দুঃখের কথা বলে
তোমাদের সুখে উচ্চ উচ্ছাসে হাসে, তোমাদের দুঃখে সম কাঁদে
স্বাধীনতার মর্ম গাঁথা সর্ব স্মৃতি বুকে নিয়ে শত শ্রদ্ধার তরে
লাল-সবুজের নিশান অঙ্গে মেখে, বিশ্ব ভ্রমান্ডে উর্ধ্ব শির
বাঙ্গালি ! বাঙ্গালি ! আমি বাঙ্গালি বলে পরিচয় দিতে গর্ব করে,
শুধু বাংলার কবি বলে আজও আমি পড়ে আছি
তোমাদের নগরে সমাদর ছেড়ে অনাদরে ।

আমি বাংলার কবি ! বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার মা' মাটি মাতৃভূমি !
বাংলার কাদা মাটি গন্ধ গায়ে মেখে, ছন্দ-তালে নিত্য নেচে গেয়ে
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস তোমার প্রানে বাজায় বাঁশি
এই সুর এই গান এই ধ্বনি আমার অন্ত গভীরে অনন্তর জপে,
শুধু বাংলার কবি বলে আজও আমি পড়ে আছি
তোমাদের নগরে সমাদর ছেড়ে অনাদরে ।

শুধু দুঃখ ! আমি বাংলার কবি বলে হে বঙ্গ
তোমরা সকলে মম অতি মূল্যহীন ভেবে, ক্ষীন মনোভাবে
শত অবহেলা-অনাদরে, কোন এক ক্ষণে একদিন যাবে ভুলে
গুন ধরা কাঠ কিংবা মরিচার মত করে ।
শুধু বাংলার কবি বলে আজও আমি পড়ে আছি
তোমাদের নগরে সমাদর ছেড়ে অনাদরে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast