শ্রেষ্ঠ বাঙ্গালি (শেখ মজিবুর রহমান)
শ্রেষ্ঠ বাঙ্গালি (শেখ মজিবুর রহমান)
--------আল-মামুন ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি তুমি, তুমি চির অক্ষয়
বঙ্গ বক্ষে জন্ম নিলেও, তুমি সারা বিশ্বের বিষ্ময় !
নব বঙ্গের কাণ্ডারী তুমি, নভোচারী হয়ে এনেছো বাংলার দূর্লভ বিজয়
তুমি বীর ! বঙ্গবীর ! বঙ্গবন্ধু তুমি, মহাবীর তুমি চির দুর্জয় ।
বঙ্গ জাতি ছিল যখন চারিদিকে হতাশ, দিশেহারা পথভ্রষ্ট
প্রতিবাদ প্রতিশোধ প্রতিরোধ গড়ে সারা বিশ্বকে দেখিয়েছ তুমি
এক চমকপ্রদ উজ্জ্বল দৃষ্টান্ত ।
শত্রুর সম্মুখে মাথানত করে তুমি, করোনি বঙ্গ অপমান
স্বাধীনতা পেয়েছি তোমার হাত ধরে হে মহা-বীর
তুমি দিয়েছো আমাদের বঙ্গজাতির সম্মান,
তুমি বীর বঙ্গবীর ! বঙ্গবন্ধু তুমি মহাবীর তুমি শেখ মজিবুর রহমান ।
তোমার জন্ম হয়েছে বঙ্গ গর্ভে, গর্বে আমাদের হৃদয় উর্ধ্ব বলীয়ান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি তুমি, তুমি রবে
যুগ যুগ ধরে বঙ্গ বক্ষে চির অম্লান ।
শিখিয়েছো তুমি সারা বিশ্বকে নির্ভয়ে বীরের বেশে শত্রুর সম্মুখে লড়তে
বিশ্ব ব্রহ্মাণ্ডে শিক্ষা গুরু তুমি দেখিয়েছ হে মহাবীর
কেমন করে দুর্যোগে কাণ্ডারী হয়ে জাতির হাল ধরতে,
বাংলার প্রাণ বঙ্গপিতা তুমি, হবেনা তোমার কোনদিন অবহেলা অসম্মান
তুমি বীর ! বঙ্গবীর ! বঙ্গবন্ধু তুমি মহাবীর তুমি শেখ মজিবুর রহমান ।
--------আল-মামুন ।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি তুমি, তুমি চির অক্ষয়
বঙ্গ বক্ষে জন্ম নিলেও, তুমি সারা বিশ্বের বিষ্ময় !
নব বঙ্গের কাণ্ডারী তুমি, নভোচারী হয়ে এনেছো বাংলার দূর্লভ বিজয়
তুমি বীর ! বঙ্গবীর ! বঙ্গবন্ধু তুমি, মহাবীর তুমি চির দুর্জয় ।
বঙ্গ জাতি ছিল যখন চারিদিকে হতাশ, দিশেহারা পথভ্রষ্ট
প্রতিবাদ প্রতিশোধ প্রতিরোধ গড়ে সারা বিশ্বকে দেখিয়েছ তুমি
এক চমকপ্রদ উজ্জ্বল দৃষ্টান্ত ।
শত্রুর সম্মুখে মাথানত করে তুমি, করোনি বঙ্গ অপমান
স্বাধীনতা পেয়েছি তোমার হাত ধরে হে মহা-বীর
তুমি দিয়েছো আমাদের বঙ্গজাতির সম্মান,
তুমি বীর বঙ্গবীর ! বঙ্গবন্ধু তুমি মহাবীর তুমি শেখ মজিবুর রহমান ।
তোমার জন্ম হয়েছে বঙ্গ গর্ভে, গর্বে আমাদের হৃদয় উর্ধ্ব বলীয়ান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি তুমি, তুমি রবে
যুগ যুগ ধরে বঙ্গ বক্ষে চির অম্লান ।
শিখিয়েছো তুমি সারা বিশ্বকে নির্ভয়ে বীরের বেশে শত্রুর সম্মুখে লড়তে
বিশ্ব ব্রহ্মাণ্ডে শিক্ষা গুরু তুমি দেখিয়েছ হে মহাবীর
কেমন করে দুর্যোগে কাণ্ডারী হয়ে জাতির হাল ধরতে,
বাংলার প্রাণ বঙ্গপিতা তুমি, হবেনা তোমার কোনদিন অবহেলা অসম্মান
তুমি বীর ! বঙ্গবীর ! বঙ্গবন্ধু তুমি মহাবীর তুমি শেখ মজিবুর রহমান ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৯/০৬/২০১৭খুব ভাল
-
Tanju H ১৮/০৬/২০১৭সুন্দর কবিতা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৬/২০১৭ভালো শ্রদ্ধা।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৬/২০১৭আবেগ-অনুভূতি খুব ভালো।
কিন্তু বানানে সতর্ক হতে হবে বন্ধু।
সবসময়: বঙ্গবন্ধু, বঙ্গবীর, মহাবীর।