আর. এইচ. মামুন
আর. এইচ. মামুন-এর ব্লগ
-
ধুসর বর্ণহীন মরুবালুর উপর ভর করে
নিশ্চুপ ঈদ আসে ভীষণ ভয়ে
আামদের এই চতুর্থ শ্রেণী নাগরিক জীবনে
অতি সংগোপনে [বিস্তারিত] -
এই নিঃশব্দে জলের কিনারায়
আমি তুমি কিংবা রাতের শশি
অথবা হিজলের টুপটুপ ঝরে পড়া
সবই আজ অর্থহীন [বিস্তারিত] -
একদিন তুমি হারিয়ে যেতে চাইবে ঠিকই
কিন্তু পারবে কি আমায় ছেড়ে
এই জোছনার জলে ডুব না দিয়ে
অমাবশ্যার অতলে? [বিস্তারিত] -
যখন ছিলোনা কোন সভ্যতার আলো
জানতো না মানুষ সভ্য কি কাহাকে বলে
বাঁচার জন্য-
এক মুঠো খাবারের জন্য- [বিস্তারিত] -
পতঙ্গ
এটা মহাপতঙ্গ নহে
শক্তির তোড়ে
ঝাড়া মেরে [বিস্তারিত] -
দুর্বাঘাসগুলো ফ্যাকাশে হয়ে গেছে
তোমার আমার শরীরের অত্যাচারে
কত পড়ন্ত বিকেল ডুবে গেছে
আমাদের চোখের সামনে। [বিস্তারিত] -
আমাদের এই পথে
এই গা ছমছম করা মেঠো পথে
এক দুই তিন
এক দুই তিন করে [বিস্তারিত] -
সেই তুই কি এখনো আছিস আগের মত?
বদলেছিস কি একটুখানি ঋতুর মত?
সেই হাসি তোর সেই মায়া মুখ
সকাল থেকে রাত অবধি [বিস্তারিত]