সভ্য
যখন ছিলোনা কোন সভ্যতার আলো
জানতো না মানুষ সভ্য কি কাহাকে বলে
বাঁচার জন্য-
এক মুঠো খাবারের জন্য-
ঘুরে বেড়াত বনে বনে।
জানতো না নিজেদেরকে
বাকল-পাতায় ঢাকদ তারা
গোপনাঙ্গ-নিতম্ব কিংবা পয়োদর।
ঝলসে খেত কত শান্ত কিংবা হিংস্র
জানোয়ার। বলি মোরা
ছিলই তারা জানোয়ার।
হাজার বছর পরে
বির্বতনের হাত ধরে
সভ্যতার আলো জ্বেলে করি উল্লাস
রক্তের উৎসবে মাতিয়ে তুলি ক্যাম্পাস
সবুজ ঘাসেরা তৃষ্ণায় পায় রক্ত।
নির্ভয়ে সপে দিই নিজেকে
দা-বটি, চাকু কিংবা বুলেটের কাছে
অসহায়ের আত্মচিৎকারে করি উল্লাস।
তবু আমরা সভ্য। সব্যতার প্রদীপ হাতে
হৃদয়ে পুষি এক জানোয়ার।
জানতো না মানুষ সভ্য কি কাহাকে বলে
বাঁচার জন্য-
এক মুঠো খাবারের জন্য-
ঘুরে বেড়াত বনে বনে।
জানতো না নিজেদেরকে
বাকল-পাতায় ঢাকদ তারা
গোপনাঙ্গ-নিতম্ব কিংবা পয়োদর।
ঝলসে খেত কত শান্ত কিংবা হিংস্র
জানোয়ার। বলি মোরা
ছিলই তারা জানোয়ার।
হাজার বছর পরে
বির্বতনের হাত ধরে
সভ্যতার আলো জ্বেলে করি উল্লাস
রক্তের উৎসবে মাতিয়ে তুলি ক্যাম্পাস
সবুজ ঘাসেরা তৃষ্ণায় পায় রক্ত।
নির্ভয়ে সপে দিই নিজেকে
দা-বটি, চাকু কিংবা বুলেটের কাছে
অসহায়ের আত্মচিৎকারে করি উল্লাস।
তবু আমরা সভ্য। সব্যতার প্রদীপ হাতে
হৃদয়ে পুষি এক জানোয়ার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩কাব্যিকতা পেলমা না, রাগ করবেন না প্লিজ একটু বেশি বেশি কবিতা পড়ার অনুরোধ
-
বিশ্বজিৎ বণিক ০২/১০/২০১৩ভালো লেগেছে । তবে
বানানের দিকে একটু লক্ষ্য রাখবেন । -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১০/২০১৩আমরা যে অসভ্য পোষাক আবিষ্কার করে আমরা তা প্রমাণ করেছি। দারুণ কবিতা প্রাগৈতিহাসিক
-
রোদের ছায়া ০২/১০/২০১৩''তবু আমরা সভ্য। সভ্যতার প্রদীপ হাতে হৃদয়ে পুষি এক জানোয়ার।'' ভালো লিখেছেন ।
-
Înšigniã Āvî ০২/১০/২০১৩বিবর্তনের সাথে সাথে চেতনাও বদলায়