পতঙ্গ
পতঙ্গ
এটা মহাপতঙ্গ নহে
শক্তির তোড়ে
ঝাড়া মেরে
সরে যাবে দূরে নাগালের বাইরে।
ছোট
ক্ষুদ্র
পতঙ্গ
আলোয় নাশ
তবু আলোর নাচনে নাচে।
জ্বাল বুনে
ফাঁদ ফেলে
বসে থাকে ক্ষুধার্ত মাকড়সা
লেপটে আছে দেয়ালে সরীসৃপ।
আলোর নাচনে নাচে পতঙ্গ
ধরা পড়েছে ফঁদের কিনারায়
অমনি
ঘাপটি মেরে বসে থাকা সরীসৃপ
ছোঁ মেরে নিয়ে যায়
চালান করে উধরে।
পতঙ্গ
অতি ছোট্ট
ক্ষুদ্র
পতঙ্গ।
এটা মহাপতঙ্গ নহে
শক্তির তোড়ে
ঝাড়া মেরে
সরে যাবে দূরে নাগালের বাইরে।
ছোট
ক্ষুদ্র
পতঙ্গ
আলোয় নাশ
তবু আলোর নাচনে নাচে।
জ্বাল বুনে
ফাঁদ ফেলে
বসে থাকে ক্ষুধার্ত মাকড়সা
লেপটে আছে দেয়ালে সরীসৃপ।
আলোর নাচনে নাচে পতঙ্গ
ধরা পড়েছে ফঁদের কিনারায়
অমনি
ঘাপটি মেরে বসে থাকা সরীসৃপ
ছোঁ মেরে নিয়ে যায়
চালান করে উধরে।
পতঙ্গ
অতি ছোট্ট
ক্ষুদ্র
পতঙ্গ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুজিবুর রহমান মুনীর ০১/১০/২০১৩
-
নির্ঝর রাজু ০১/১০/২০১৩কবির চোখে কিইবা এড়াতে পারে! প্রকৃতির সর্বত্রইত কাব্যের মায়াজাল!********নিমন্ত্রন রইল নির্ঝরের ব্লগবাড়িতে ঢু মেরে আসার জন্য...
-
Înšigniã Āvî ০১/১০/২০১৩অনবদ্য..
আপনার কবিতায় তা খুব চমৎকারভাবে ইংগিত দেওয়া হয়েছে।
আরো বেশি বেশি লিখুন!