আমাদের এই পথে
আমাদের এই পথে
এই গা ছমছম করা মেঠো পথে
এক দুই তিন
এক দুই তিন করে
অগনিত মিটি মিটি আলোর মিছিল
পথ দেখাবে তোমায়
দেখাবে পথ সবুজের ফসলে ভরা মাঠ
জল থই থই পদ্মভরা পুকুর।
নাড়ার আগুলে পোড়া
মটরশুট কিংবা কাঁচা খেসারী
খেতে দিবে তোমায় দুষ্ট বালক
বিনিময়ে
বিনিময়ে নেবে শুধু মুঠো ভরা
তোমার ভালবাসা।
আমাদের এই পথে
আমাদের এই পথে তোমার
পা ছুইয়ে দেবে ভোরের শিশির
সবুজ ঘাসেরা লুটাবে তোমার পদতলে
হিমশীতল সেই ক্ষণ বড়ই বেমানা তোমার নগরে।
আমাদের এই পথে
ভোরে দোয়েল যেমন রাত্রে শিয়াল
হুক্কা হুয়ায় চমকিয়ে দেবে তোমায়
ভীত হবার নেই কিছু
তুমি শহুরে বলে।
আমাদের এই পথে
এসে দেখ তুমি একটি বার
একটি বার এসে দেখ
দক্ষিনা সমীরণ
কেমন হৃদয় ছুঁয়ে দেয় তোমায় ।
এই গা ছমছম করা মেঠো পথে
এক দুই তিন
এক দুই তিন করে
অগনিত মিটি মিটি আলোর মিছিল
পথ দেখাবে তোমায়
দেখাবে পথ সবুজের ফসলে ভরা মাঠ
জল থই থই পদ্মভরা পুকুর।
নাড়ার আগুলে পোড়া
মটরশুট কিংবা কাঁচা খেসারী
খেতে দিবে তোমায় দুষ্ট বালক
বিনিময়ে
বিনিময়ে নেবে শুধু মুঠো ভরা
তোমার ভালবাসা।
আমাদের এই পথে
আমাদের এই পথে তোমার
পা ছুইয়ে দেবে ভোরের শিশির
সবুজ ঘাসেরা লুটাবে তোমার পদতলে
হিমশীতল সেই ক্ষণ বড়ই বেমানা তোমার নগরে।
আমাদের এই পথে
ভোরে দোয়েল যেমন রাত্রে শিয়াল
হুক্কা হুয়ায় চমকিয়ে দেবে তোমায়
ভীত হবার নেই কিছু
তুমি শহুরে বলে।
আমাদের এই পথে
এসে দেখ তুমি একটি বার
একটি বার এসে দেখ
দক্ষিনা সমীরণ
কেমন হৃদয় ছুঁয়ে দেয় তোমায় ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৫/০৯/২০১৩
-
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩যে ইচ্ছে হয় সেই পথে......
খুব খুব ভাল লাগা । -
ইব্রাহীম রাসেল ২৫/০৯/২০১৩---সাবলীল বর্ণনায় মুগ্ধ হলাম--
-
সহিদুল হক ২৫/০৯/২০১৩'পা ছুঁইয়ে দেবে ভোরের শিশির'---গোটা কবিতা জুড়ে পথের দারুণ বর্ণনা।
আমার পাতায় পড়া ও মন্তব্যের আমন্ত্রণ জানাই।
প্রাণটা জুড়িয়ে যাবে শ্যামল ছায়ায়
খুব ভালো বর্ণনা