www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের এই পথে

আমাদের এই পথে
এই গা ছমছম করা মেঠো পথে
এক দুই তিন
এক দুই তিন করে
অগনিত মিটি মিটি আলোর মিছিল
পথ দেখাবে তোমায়
দেখাবে পথ সবুজের ফসলে ভরা মাঠ
জল থই থই পদ্মভরা পুকুর।
নাড়ার আগুলে পোড়া
মটরশুট কিংবা কাঁচা খেসারী
খেতে দিবে তোমায় দুষ্ট বালক
বিনিময়ে
বিনিময়ে নেবে শুধু মুঠো ভরা
তোমার ভালবাসা।
আমাদের এই পথে
আমাদের এই পথে তোমার
পা ছুইয়ে দেবে ভোরের শিশির
সবুজ ঘাসেরা লুটাবে তোমার পদতলে
হিমশীতল সেই ক্ষণ বড়ই বেমানা তোমার নগরে।
আমাদের এই পথে
ভোরে দোয়েল যেমন রাত্রে শিয়াল
হুক্কা হুয়ায় চমকিয়ে দেবে তোমায়
ভীত হবার নেই কিছু
তুমি শহুরে বলে।
আমাদের এই পথে
এসে দেখ তুমি একটি বার
একটি বার এসে দেখ
দক্ষিনা সমীরণ
কেমন হৃদয় ছুঁয়ে দেয় তোমায় ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমাদের এই পথে যদি আস হায়
    প্রাণটা জুড়িয়ে যাবে শ্যামল ছায়ায়
    খুব ভালো বর্ণনা
    • আর. এইচ. মামুন ২৫/০৯/২০১৩
      ধন্যবাদ পড়ার জন্য
  • Înšigniã Āvî ২৫/০৯/২০১৩
    যে ইচ্ছে হয় সেই পথে......
    খুব খুব ভাল লাগা ।
    • আর.এইচ.মামুন ২৫/০৯/২০১৩
      ধন্যবাদ পড়ার জন্য
  • ইব্রাহীম রাসেল ২৫/০৯/২০১৩
    ---সাবলীল বর্ণনায় মুগ্ধ হলাম--
  • সহিদুল হক ২৫/০৯/২০১৩
    'পা ছুঁইয়ে দেবে ভোরের শিশির'---গোটা কবিতা জুড়ে পথের দারুণ বর্ণনা।
    আমার পাতায় পড়া ও মন্তব্যের আমন্ত্রণ জানাই।
 
Quantcast