www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোকে মনে পড়ে

সেই তুই কি এখনো আছিস আগের মত?
বদলেছিস কি একটুখানি ঋতুর মত?
সেই হাসি তোর সেই মায়া মুখ
সকাল থেকে রাত অবধি
দীঘির পাড়ে বসে থাকতি
কখনো কখনো পথের পাশে
থাকতি বসে আমার আশে।
সেই তুই কি এখনো আছিস আগের মত?
কেমন আছিস? বলতে তোকে
হাসির ভরা তোর ঠোঁটের ফাঁকে
শুভ্র দন্ত ঊঁচিয়ে তবে
বলতি আছি তেমন আমি
তোকে ছাড়া যেমন থাকার কথা।
ঈদের দিন সবাই যখন
কোলাকোলিতে থাকত ব্যস্ত
চোখ দুটো মোর খুঁজত তোকে
শতেক ছেলে বুড়োর মাঝে
ক্লান্ত আমার আঁখি দুটো
ক্লান্ত আমার ছোট্ট হৃদয়
জাবর কাটে তোর স্মৃতিতে
ঠিক তখনি হঠাৎ করে
উদয় হতি কোথা হতে
হাত বাড়িয়ে বিশাল হৃদয়
ধরতি মেলে তুই তখনি
করবনা গো কোলাকোলি
মিলবো না গো তোর সাথে যে
বন্ধু কি তুই একলা আমার
দেখনা চেয়ে চারিপাশে
কতই বন্ধু হাজার হাজার
চুপিচুপি তুই তখনি
জড়িয়ে ধরে বুকের মাঝে
ভুবন ভোলা হাসি দিয়ে
সব অভিমান পেছন ফেলে
বসতি আমার পাশে।
সেই তুই কি এখনো আছিস আগের মত?
খেলার মাঠে তুই তো রাজা
তুই ছাড়া কি হয় গো মজা
শুণ্য সবি যেন
নানান রকম কথার বানে
মান অভিমান সবার সনে
খেলবি না আর তুই
খানিক বাদে মধ্য মাঠে
বলটা যেই তোর পায়ের মাঝে
গ্যালারিতে তোরি নামে
উঠছে যে রব সগৌরবে
এমন প্রিয় তুই
সেই তুই কি এখনো আছিস আগের মত?
তুই কি আসিস সেথা
দু’জনাতে বসতাম যেথা
কথার পিঠে চলত কথা
দেখতাম না কেউ সময় বেটা
যাচ্ছে কতদূর।
সেই তুই কি এখনো আছিস আগের মত?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সত্যিই অসাধারণ ভাব।মনকে নিয়ে যায় সেই সুদূর অতীতে।ভালো হয়েছে।
  • Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
    খুব নস্টালজিক
    • আর. এইচ. মামুন ২৪/০৯/২০১৩
      ধন্যবাদ প্রিয়
 
Quantcast