সেদিন চৈত্রমাস
সেদিন চৈত্রমাস
আমার এক যুগ ইতিকথায়
তোমার ঘৃতকুমারী নামের উপাচার
টাঙিয়ে রেখেছি স্বাধীনতার পোস্টারে
চলাচলের ভীড়ে তুমি অধরা
ঢেকে আছো বক্ষ লীনে ।
দিনশেষের ক্লান্ত পদক্ষেপে তুমি
হেঁটেছ নির্বিকার, ঘুমন্ত মানুষের জনসভায়-
চৈত্র আকালে উদভ্রান্ত নালিশে, বেপরোয়া বৃক্ষরোপন।
জনতার দরবারে, অদ্ভুত কূট-কাঁচালি-
জ্ঞাপন হবার দরবেশ।
আমার শখ্ লীন হয়ে ঝড়া পাতায়-
স্থাপণ হল,কলির আদলে, ধূ্প দীপে বর্ষ বরণে-
ভুল করে সেঁটে দিলে শঙ্খ আয়োজন।
কথা দেওয়া থাক্ আগাম উৎসব জুড়ে
আমাদেরই যাতায়াত শুধু-
কমলার উদ্বেল অালোতে, আজ-
হাতগুলো সংযত থাক্ বরং,
ক্রুশে বেধা শাবকের মতো।
আমার এক যুগ ইতিকথায়
তোমার ঘৃতকুমারী নামের উপাচার
টাঙিয়ে রেখেছি স্বাধীনতার পোস্টারে
চলাচলের ভীড়ে তুমি অধরা
ঢেকে আছো বক্ষ লীনে ।
দিনশেষের ক্লান্ত পদক্ষেপে তুমি
হেঁটেছ নির্বিকার, ঘুমন্ত মানুষের জনসভায়-
চৈত্র আকালে উদভ্রান্ত নালিশে, বেপরোয়া বৃক্ষরোপন।
জনতার দরবারে, অদ্ভুত কূট-কাঁচালি-
জ্ঞাপন হবার দরবেশ।
আমার শখ্ লীন হয়ে ঝড়া পাতায়-
স্থাপণ হল,কলির আদলে, ধূ্প দীপে বর্ষ বরণে-
ভুল করে সেঁটে দিলে শঙ্খ আয়োজন।
কথা দেওয়া থাক্ আগাম উৎসব জুড়ে
আমাদেরই যাতায়াত শুধু-
কমলার উদ্বেল অালোতে, আজ-
হাতগুলো সংযত থাক্ বরং,
ক্রুশে বেধা শাবকের মতো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ১৮/০৫/২০১৭খুবই ভালো হয়েছে। শুভেচ্ছা
-
তুষার রায় ১৬/০৫/২০১৭হাতগুলো সংযত থাক্ বরং,
ক্রুশে বেধা শাবকের মতো
অসাধারণ প্রিয় কবি -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/০৪/২০১৭তোমার চোখে.........। শুভেচ্ছা।
-
সোহেল রানা আশিক ২১/০৪/২০১৭।অসাধারন