www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অ-মেরুদন্ডী

অ-মেরুদন্ডী-র-

সভ্যতা সরে গেলে কলি যুগ
নস্ট্যালজিক।
অযথা কুর্নিশ তবু মানে আর হুশে
বহু মিছে আবাদের ফলে
কুঠুরীর প্রবাদ প্রতিম আর-
ধোঁয়াশা অসুখ ।

মিছেরা সত্যি হলো চতুষ্পদ
কোহেলিক ভ্রম, আর্কিমিডিস তবু বলেছিলে পরম-
অধ্যায় আর সত্যি জীবন-
কিছু ছিলো সান্নিধ্যে'র প্রবল করোটি
হাত,বুক ছুঁয়ে---চলে গেছে জ্বেলে বিড়ম্বনা।

আমরা রয়েছি কিছু তবু অর্বাচীন
তাগাদার ল্যাবে-
কোরকের রসায়নে প্রমাণ রয়েছে
ঘাটাঘাটি অযথা কিম্ভুত-
ঘিলুর প্রপাত আর ধমনীর ঘাঁটি
কোষ,ঘিলু , ধমনীর অগাধ প্রলাপ
মেলে না দ্বাপর আর ত্রেতা
তবু মিছে আড়ম্বর," দ্যাখো আমি
কলির প্রবর "।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast