www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কল্পলোক-২

পাহাড়ে উঠেছিলাম জানেন ধংসাবশেষ হবো!
আজ-কাল-পরশুর খবর শুনেছেন? আমি নাকি অযাচিত-
ওদের সংবৎসরে জমানো ডলার সরিয়েছি বে-নামে,
শব্দগুলো খুঁটে খেয়ে বানিয়েছি অন্যের তোষামোদ;
উত্তরীয় কেড়ে নিয়ে শীতমোজা, আস্তিন, টুপি,
ওদের প্রাপ্য সাড়ম্বর কানে কানে নিষিদ্ধ করেছি;
সযত্ন প্রেমিকার উষ্ণতা নিতে বেহীয়ান দ্বীপে-
একাধিক সিটিং, ভাসা ট্রলী প্রমাণ হয়েছি।

আমি কোনো চতুষ্পদ নই;
জোড় করে সঙ্গমে কেঁপে গেছি বারবার-
তখন জানেন মাত্র একটা চুম্বনই বড় বেশী-
প্রয়োজন ছিল,বেশী দামী মনে হত।

অথচ একটুও উষ্ণ হইনি নিশ্বাস,
বেদুইন কাব্যের সাজানো ডিশেরা
কুড়ে কুড়ে খেয়েছে হাত-পা,জিহ্বা-শরীর;
রাত জেগে তুরীয় আহ্লাদে দেখেছি সুডৌল নিতম্ব!
আমি কি বারানসী যাবো,অহেতুক ধ্যানে?

ছিপছিপে লাজুক তরুণী প্রেম,বয়ে গেছে দূরে;
একদিন অজুহাতে ওর বাড়ী সরাসরি চোখে চোখ
ভেবেছিলাম কেড়ে নেব অর্জিত প্রগাড়তা;
বললেও "দোষ" পরোয়া করিনি-
পরে শুনি গ্রুপ মিটিংয়ে মামা-কাকা-
কার্ যেন বাড়ী, চোখে জলে বিদায় নিয়েছে।

"পরাজয়" বলেছিলো বন্ধুমহল--
তিনরাত সেই ফটোয় কষিয়েছি লাথি,যাকে মাওবাদী বলে-
উঠেছি যখন নিতান্ত পরাজিত হতোদ্যম;
মনে হল ভেঙে গেছি শক্তি ও মনে,
ঢালাও হচ্ছে খবর--"দেশোদ্রোহী"..."সন্ত্রাসী"...."ধর্ষক"

বলুন প্রধান! সমুচিত কোনটা?
দেখি সকলে ফেরালো মুখ, মা-ও।

ব্যাগ নিয়ে সোজা মনস্থির তখনও অবিচল্
হঠাতই কলিং ফোন," হ্যাঁ রে খোকা, শুনেছিস্,
মেয়ের বাড়ীর সব রাজী"।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একনিষ্ঠ অনুগত ২২/০৯/২০১৪
    রুপকতা, ইঙ্গিত আর শ্লেষে দারুন চমৎকার একটি কবিতা। অনেক ভালো লাগলো ৯/১০।
  • আবু সাহেদ সরকার ২১/০৯/২০১৪
    দারুন লাগলো কবি।
  • কবিতার লিখনশৈলী যথেষ্ট চমৎকার। কিন্তু আমার মতো সাধারণ পাঠক এর পাঠোদ্ধারে যথেষ্ট অপারগ। আশাকরি কবি একটু ব্যাখ্যা করবেন।
    • মল্লিকা রায় ২৪/০৯/২০১৪
      হাহা কোথায় জায়গা তো নেই---তবে চেষ্টার ক্লাশ করাবো কিন্তু।
  • নিত্য মানবানুভুতির অসাধারণ প্রকাশ। ভালো লাগলো
  • বেশ কঠিন লাগলো। তবে ভালো হয়েছে.......
    • মল্লিকা রায় ২৪/০৯/২০১৪
      মোটেই তেমন কঠিন নয়, বুঝলে সোজা না বুঝলেই কঠিন মনে হয় কবি।শুভেচ্ছা নিবেন।
  • আসাধারণ লাগলো ...।
 
Quantcast