www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যঞ্জণবর্ণের চ্ছটায়

ক--কথা কয় কাকতুয়া কাকাদের কির্তীর
খ--খেলা খেলা খোকনে খায় খই খর্জুর।
গ--গান গায় গুনবতী গর্ভিণী গনশার গিন্নী--
ঘ--ঘরময় ঘন্টের ঘনঘোর ঘোরাঘুরি ঘূর্ণি।

চ--চেচামেচি চৈচুর চমকিত চারিধার
ছ--ছোঁয়াছুঁয়ি ছাঁদনায় ছাউনির ছাড়খার।
জ--জবর জবান জ্যাঠা জমায়েত জয়পালো
ঝ--ঝাঁটার ঝঞ্ঝাটে ঝি ঝামেলা ঝাড়ালো।

ট--টইটম্বুর টং টকটকে টাকে,টনিকের টুকলি
ঠ--ঠাম্মার ঠোক্করে ঠনঠন ঠুংরি ঠাকুরের ঠুলি।
ড--ডালনায় ডালডা ডিনারের ডিশ ডিশমিশ
ঢ--ঢাকঢোল ঢাকনিটা ঢাকীর ঢাকাইয়ের ঢুস্।।

ত--তবলচী তবলায় তাল তোলে তাতাধিন্
থ--থতমত থমথমে থানাদার থানোয়াল সিং।
দ--দাদরার দাদনে দাদীর দাপটে দুরুদুরু
ধ--ধার্মিক ধর্মার ধার্যের ধর্ম ধার্ষ্টামো ধীরু।

ন--নন্দীর নন্দাই নাটুয়ার নিবিড় নীরাজন
প--পৌষের পিঠা-পুলি পায়েস পরমান্নন্।
ফ--ফিরিস্তি ফিসফিস্ ফন্দীর ফতোয়ায়
ব--বায়নার বাহাদুরী বেমিসাল বেড়ে যায়।

ভ--ভক্তের ভগবান ভক্তযে ভজমান ভৈরব
ম--মাংস মাছ মাগগির মাগুরের মহারব।
য--যজমান যে যাহার যতেক যোগানদার
র--রসুই রসিকজন রসনার রক্ষণ রান্নাঘর।

ল--ললনার লালনের লেলিহান লেহ লম্বোদর
শ--শক্ত শিষ্টাচারে শীলিত শ্রীকৃষ্ণ শৌহর।
স--সারাঘর সংসার সবাকার সংস্থাণ সমাবেশ
হ--হাঁউমাউ হাঁক হেঁকে হাজার হিড়িক হেনক্লেশ।

( বাকী বর্ণগুলো দিয়ে হয়তো বাক্য তৈরী করা যেত কিন্তু প্রতিটি
শব্দই একই বর্ণ দ্বারা হত না। পাঠকেরা কেউ পারলে করে দেখালে খুশী হবো )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবু ছায়েম ২৬/০৭/২০১৪
    চমত্‍কার এ্যলিটারেশন
  • মাহমুদ নাহিদ ২৫/০৭/২০১৪
    সেই রকম লেখা ।সামনে আরো লেখা পাব আশা রাখি ।।
  • শিমুল শুভ্র ২৫/০৭/২০১৪
    অসাধারণ শক্তিশালী মেধার বিন্যাস ঘটলে এমন কবিতা লেখা সম্ভব । বেশ চমৎকার ।
    • মল্লিকা রায় ২৫/০৭/২০১৪
      হাহা-ভালো লাগলো কবির অসীম ভক্তি ভাবনা--
      অসীম অন্তর্নিহিত জ্যোতি না থাকলে এ অনুভব সম্ভব হয় না,শুভেচ্ছা চিরন্তন।
  • আবু সাহেদ সরকার ২৫/০৭/২০১৪
    দারুন লাগলো আপনার ভাবান্তর।
  • কবি মোঃ ইকবাল ২৪/০৭/২০১৪
    ২য় বার পড়লাম দিদি। অসাধারন লিখনী।
    • মল্লিকা রায় ২৫/০৭/২০১৪
      তা-ই,শুনে খুশী হলাম খুব-শুভেচ্ছা জানিয়ে গেলাম।
  • ওরে বাপস কি ভাবনা। এমনিই কি আর তোমাকে কবিতার রানী বলি গো। তুমি সত্যিই অতুলনীয় একজন। অসাধারন।
    • মল্লিকা রায় ২৫/০৭/২০১৪
      আরে আছো কোথায়,জানান দেও--যাক্ যেখানেই থাকো আমার কবিতার কাছেই থাকো জেনে তৃপ্ত হলাম।ভালো থেকো।
  • মোঃওবায় দুল হক ২৪/০৭/২০১৪
    অসাধারন!
  • সহিদুল হক ২৪/০৭/২০১৪
    আরিব্বাস,
    একই বর্ণ দিয়ে পাঁচ-ছটি অর্থপূর্ণ শব্দ আবার অন্ত্যমিল,
    চাট্টিখানি কথা নয়।
    দারুন প্রয়াস।
    • মল্লিকা রায় ২৫/০৭/২০১৪
      হাহাহাহা--আপনাদের খুশী করতে পেরে আমি সমৃদ্ধ হলাম কবি হক্।শুভেচ্ছা দিয়ে গেলাম।
 
Quantcast