পরাজিত সম্রাট
লেলিহান আক্রোশ পথে-ঘাটে মত্ত শ্লোগান,"দূর হটো"!!
"যুদ্ধ না পরাধীনতা"? কোন্ শক্তির কাছে মাথা নোয়াবেন
বিদ্ধস্ত,পরাহত ইউক্রেণ অধিনায়ক ইয়েনুকোচিভ??
দীর্ঘ সাম্রাজ্য,রাজসভা,বিলাসবহুল প্রাসাদ,তোষামোদ!!
হুমকি...ভ্লাদিমি,বারাক দীর্ঘ চুক্তি,বন্ধ হল সহযোগিতা,
ক্রিমিয়ার পথে পথে বিদ্ধস্ত নায়কের পরাজয়ের হুহুঙ্কার।
দীর্ঘ লালিত জাতীয়তাবাদ বিন্যস্ত স্বপ্নে আচ্ছন্ন তখনও
"আঃ,সাম্রাজ্যসুখ,আধিপত্য,ক্রেমলিন,উক্রেন,সাধের উক্রেন"!
বেজে উঠল অশান্তি দামামা,বিরোধ লেলিহান দিকে দিকে
স্খোয়াড ঘিরে শুরু বিক্ষিপ্ত পৈশাচিক উন্মত্ত অস্ত্র খেলা,
জয়ী ন্যাটোর যাবতীয় কূটকৌশলে পশ্চিম দেশসমূহ।
থামল রাশিয়া অগনিত সেনা সশস্ত্র বারুদ,কামান,গোলা,গুলি ।
ঘিরে ফেলা সেনা প্রস্তুত, শেষ আশায় অধিনায়ক প্রহর গুনছেন,
ছত্রভঙ্গ সেভাস্তোপোল ডিফেন্স সজ্জা নিমেষেই হতোদ্যম সম্রাট
জ্বলছে আগুন গোটা উক্রেণ,কিয়েভ জুড়ে,জলন্ত বিক্ষোভ!!
অশান্ত পায়চারি,অন্তিম সময়ের ডাক মাতা মেরীর বাঁধানো ফ্রেম
ক্রশ চিহ্ন আঁকেন বুকে,ধেয়ে আসছে লক্ষ রোসানল সাম্রাজ্যের,
অলিগলিতে,মত্ত শ্লোগান-"গদী ছাড়ো,গণতন্ত্র চাই"!!
ক্ষোভ,শেষ রক্ষা হবে কি?আসন্ন বিষয় যুদ্ধ না-- পরাধীনতা??
থেমে গেল সোভাস্তোপোলের ডিফেন্স রণসাজ
ভেঙে পরলেন সম্রাট,বিরোধীরা ক্রমশঃ শক্তিশালী
দখল নিল গোটা ইউক্রেণ বিশাল সাম্রাজ্য রাজধানী
ঘোষণা হল নব নিযুক্ত প্রধানের নাম "তারচিনোভ"।
ন্যাটোর জোটবদ্ধ শক্তি সিদ্ধান্তে নিভে গেল অন্তিম অভিলাষ
গজমণিমুক্তো রোশনাই দখল নিয়েছে বিরোধী শিবির,
বিলাসবহুল প্রাসাদ রাজধানী মুছে গেল চিরতরে
গদিচ্যুত পরাজিত সম্রাট ইয়ানুকোচিভ
পিছপথে পলায়ন করলেন চিরতরে।
(কবিতাটি রচনাকাল ৪।৩।২০১৪ ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে বিদায়ী সম্রাটের পলায়নের পরিস্থিতি তুলে ধরা হল।এবং কবিতাটির নাম বদল করে ইউক্রেণ সাধের ইউক্রেণ থেকে পরাজিত সম্রাট করা হল।)
"যুদ্ধ না পরাধীনতা"? কোন্ শক্তির কাছে মাথা নোয়াবেন
বিদ্ধস্ত,পরাহত ইউক্রেণ অধিনায়ক ইয়েনুকোচিভ??
দীর্ঘ সাম্রাজ্য,রাজসভা,বিলাসবহুল প্রাসাদ,তোষামোদ!!
হুমকি...ভ্লাদিমি,বারাক দীর্ঘ চুক্তি,বন্ধ হল সহযোগিতা,
ক্রিমিয়ার পথে পথে বিদ্ধস্ত নায়কের পরাজয়ের হুহুঙ্কার।
দীর্ঘ লালিত জাতীয়তাবাদ বিন্যস্ত স্বপ্নে আচ্ছন্ন তখনও
"আঃ,সাম্রাজ্যসুখ,আধিপত্য,ক্রেমলিন,উক্রেন,সাধের উক্রেন"!
বেজে উঠল অশান্তি দামামা,বিরোধ লেলিহান দিকে দিকে
স্খোয়াড ঘিরে শুরু বিক্ষিপ্ত পৈশাচিক উন্মত্ত অস্ত্র খেলা,
জয়ী ন্যাটোর যাবতীয় কূটকৌশলে পশ্চিম দেশসমূহ।
থামল রাশিয়া অগনিত সেনা সশস্ত্র বারুদ,কামান,গোলা,গুলি ।
ঘিরে ফেলা সেনা প্রস্তুত, শেষ আশায় অধিনায়ক প্রহর গুনছেন,
ছত্রভঙ্গ সেভাস্তোপোল ডিফেন্স সজ্জা নিমেষেই হতোদ্যম সম্রাট
জ্বলছে আগুন গোটা উক্রেণ,কিয়েভ জুড়ে,জলন্ত বিক্ষোভ!!
অশান্ত পায়চারি,অন্তিম সময়ের ডাক মাতা মেরীর বাঁধানো ফ্রেম
ক্রশ চিহ্ন আঁকেন বুকে,ধেয়ে আসছে লক্ষ রোসানল সাম্রাজ্যের,
অলিগলিতে,মত্ত শ্লোগান-"গদী ছাড়ো,গণতন্ত্র চাই"!!
ক্ষোভ,শেষ রক্ষা হবে কি?আসন্ন বিষয় যুদ্ধ না-- পরাধীনতা??
থেমে গেল সোভাস্তোপোলের ডিফেন্স রণসাজ
ভেঙে পরলেন সম্রাট,বিরোধীরা ক্রমশঃ শক্তিশালী
দখল নিল গোটা ইউক্রেণ বিশাল সাম্রাজ্য রাজধানী
ঘোষণা হল নব নিযুক্ত প্রধানের নাম "তারচিনোভ"।
ন্যাটোর জোটবদ্ধ শক্তি সিদ্ধান্তে নিভে গেল অন্তিম অভিলাষ
গজমণিমুক্তো রোশনাই দখল নিয়েছে বিরোধী শিবির,
বিলাসবহুল প্রাসাদ রাজধানী মুছে গেল চিরতরে
গদিচ্যুত পরাজিত সম্রাট ইয়ানুকোচিভ
পিছপথে পলায়ন করলেন চিরতরে।
(কবিতাটি রচনাকাল ৪।৩।২০১৪ ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে বিদায়ী সম্রাটের পলায়নের পরিস্থিতি তুলে ধরা হল।এবং কবিতাটির নাম বদল করে ইউক্রেণ সাধের ইউক্রেণ থেকে পরাজিত সম্রাট করা হল।)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ২০/০৭/২০১৪দিদি খুব ভালো লাগলো পড়ে। শুভরাত্রি।
-
মঞ্জুর হোসেন মৃদুল ২০/০৭/২০১৪বাহ অসাধারন লিখেছো। মুগ্ধ হলাম তোমার লেখনীতে বরাবরের মতো।
-
মোঃ আল-আমিন ২০/০৭/২০১৪বেশ ভালো হয়েছে। খুব ভালো লাগলো। শুভেচ্ছা জানিয়ে গেলাম।