www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিস্তৃত চাঁদ উপন্যাস (কাল্পনিক)

আমার নীরব হৃদয় নিভৃতে----
চৈত্র্য প্রখর নিথরদগ্ধে এসেছো তুমি।
বিস্তৃত সান্ধ্য চাঁদ-যেমন---
দুঃখী আকাশটাকে দৃঢ় আলিঙ্গণে ভরে-
একটু একটু করে দখল করে চরাচর-
আমার বেগতিক জীবন-যৌবন,
দগ্ধ দিনগুলো,আমার আস্ত পৃথিবী-
দখল করেছো তুমি চন্দ্রালুপ জ্যোত্স্নায়।

অসহায় আমি, আমার সারাটা যৌবন--
পৃথিবীর সমস্ত কলহ ঘিরে একদিন,
বর্দ্ধিত দাবি-দাওয়াসহ আমি আজ-
সে কৃতিত্ত্ব তোমাতে হাজির-

রঞ্জিত চাঁদ পূর্ণ-প্রকাশে--
তরণীর সৈনিক, বয়ে যায় নীরবতা বেয়ে-
ঠিক তোমারি টুকরো চাহনি জ্যোত্স্নায় ঢাকে--
ঝাপটা হৃদয়ে তোলে স্ব-গঠিত ঢেউ--
আমার বিস্ময়গুলো ঘিরে তার স্বাদ শুধু বদলায়--
আমার হৃদয়ে লেগে থাকে তোমার দরদী আঁতর।

এই বিশ্বাস,এই স্বপ্নিল বেশ-এই রেশ
সৌরভে মাতোয়ারা প্রেম জমে যায় শহর নগরে--
যখন আসো এ হৃদয়ে স্থিত উত্তাপে,নিভৃতে-
থেকে যায় শুধু মূহুর্তের স্বেদ মৃত চৈত্র্য উত্তাপ---
আমার প্রিয় বালুচরী ভাজে,কতকাল আরো দীর্ঘকাল-------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪
    বাহ্! দারুন লাগলো দিদি। অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।
    • মল্লিকা রায় ০৭/০৭/২০১৪
      অনেক ধন্যবাদ জানালাম কবি।শুভেচ্ছা নিবেন।
  • শিমুল শুভ্র ০৬/০৭/২০১৪
    বেশ সুন্দর একট কবিতা পড়ে মন ভরে গেলো ।
  • এইচ রহমান ০৬/০৭/২০১৪
    খুব সুন্দর দিদি
  • বাহ দারুন
    • মল্লিকা রায় ০৭/০৭/২০১৪
      অনেক ধন্যবাদ কবি।
      • আমি আবার কবি।
        • মল্লিকা রায় ১৪/০৭/২০১৪
          হান্ড্রেড পার্সেন্ট কবি,কবি, কবি।
  • রামবল্লভ দাস ০৫/০৭/২০১৪
    দ্বিতীয়বার পাঠ করলাম...ভালো , খুব ভালো , অসাধারণ চেতনার বহিঃপ্রকাশ ।।
    পাতায় নেমন্তন্ন রইল...আসবেন ।।
  • মোঃ আল-আমিন ০৫/০৭/২০১৪
    বাহ...! দিদি মুগ্ধ হয়ে গেলাম। আপনি বরাবরই ভাল লিখেন। কিন্তু আজকের লেখাটা সত্যিই ব্যতিক্রম চেতনার বহিঃপ্রকাশ। শুভেচ্ছা নিবেন। পাতায় আমন্ত্রল রইল। ধন্যবাদ................
    • মল্লিকা রায় ০৭/০৭/২০১৪
      অনেক ধন্যবাদ কবি,শুভেচ্ছা জানিয়ে গেলাম।
 
Quantcast