শাড়ীরা বিন্যাসী হয়
ভাষা,কথা,অভিলাষ হরতাল হলে
খুলে যায় অনাবৃত অকথ্যের হাল----
পথ বেকে চলে গেলে অচেনা কলস্বর
শাড়ীর শরীরে চেনা যায় অমৃতের খোঁজ
আমরা ভাগ্য বলি,ঢেকে দিই অকারণ কিছুটা সময়
দুর্যোগের স্বর যদি অকারণ ভিত্তিহীন শখ্
নয় প্রেম কিংবা অনাদর,মৃতের শরীর সাজা
অহেতুক গড়ায় বুনন আঁচলে জরিকাঁজ লাল
নির্ণেয় মূঢ়তা, আমরা অ-প্রেম বলি
ফিরে যাই নিরেট বিন্দু ঘিরে চিরকাল
লালের অদৃশ্য অ-প্রেম ভাবনায়--
শূণ্য শূন্যান্তরে ,প্রেমহীন শাড়ীরা
অনবদ্য অঙ্গ জড়ায়।
খুলে যায় অনাবৃত অকথ্যের হাল----
পথ বেকে চলে গেলে অচেনা কলস্বর
শাড়ীর শরীরে চেনা যায় অমৃতের খোঁজ
আমরা ভাগ্য বলি,ঢেকে দিই অকারণ কিছুটা সময়
দুর্যোগের স্বর যদি অকারণ ভিত্তিহীন শখ্
নয় প্রেম কিংবা অনাদর,মৃতের শরীর সাজা
অহেতুক গড়ায় বুনন আঁচলে জরিকাঁজ লাল
নির্ণেয় মূঢ়তা, আমরা অ-প্রেম বলি
ফিরে যাই নিরেট বিন্দু ঘিরে চিরকাল
লালের অদৃশ্য অ-প্রেম ভাবনায়--
শূণ্য শূন্যান্তরে ,প্রেমহীন শাড়ীরা
অনবদ্য অঙ্গ জড়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ দিদারুল আলম ১৩/০৭/২০১৪চমৎকার...
-
কে এইচ মাহাবুব ০৬/০৭/২০১৪কবিতার শব্দ গুলো ভালো। ভালো লাগলো লেখা ।
-
শিমুল শুভ্র ০৫/০৭/২০১৪মুগ্ধতা শুধু মুগ্ধতা আর কিছু না ।
-
আবু সাহেদ সরকার ০৫/০৭/২০১৪সুন্দর কবিতার প্রকাশ। অসাধারণ লেখনী।
-
সুলতান মাহমুদ ০৫/০৭/২০১৪মল্লিকা আপু কেমন আছেন?
শুভেচ্ছা রইল। -
কবি মোঃ ইকবাল ০৪/০৭/২০১৪দারুন লিখেছেন দিদি। ভালো লাগা রেখে গেলাম। ভালো থাকুন ভালোবাসায়।