কেননা কসম খেয়েছি
একাই চলেছি কেননা সমুখে লেলিহান অপলাপ
খেয়েছি কসম ঘরের বোনের উপরাবো অভিশাপ।
আমার ভায়ের সততা নিয়েছে মিথ্যে সাজার দায়
কেননা আমরা পিতৃহীনের সত্ত্বা রেখেছি পরিচয়।
অলি গলি ঘুঁজি কদর্য হেসে লিখে দিল পরিণাম
সাহস ছিল না,আজ নেশাখোর চাহনিতে প্রেমনাম।
একাই চলেছি দাবী দাওয়া যত কেননা বাঁচার শর্ত
না হলে আঁধার শুধু চারিধার জমে যাবে নেশা মর্ত্য।
থামবো না আর চাই অধিকার, কারুর দয়ার রেশ
কেননা বাঁচব বাঁচাবো আরও ভায়ের,বোনের ক্লেশ।
ঘনাছে আঁধার ফাঁকা চারিধার সহায় কেহ যে নয়রে
চলেছি সাহস বুকের পরশ একা জ্বেলে মন ভাইরে।
দাবী দাওয়া সব পাওনার ঘরে অসুর হারেমে প্রজা
কেননা নেতার ঘুমের প্রহর রোশনাই কাজে সদা।
চলেছি কেননা আগামীর ভোর উজ্জ্বল হবে আরও
রুটি চাই ভুখা অন্ন , বস্ত্র ইজ্জত্ বোনের কদরও।
এই মাটি চাই সবাকার প্রাণ সম অধিকার সম্মাণ
মানুষ হিসাবে আমরা হেথা রেখে যাবো ছাপ অম্নান।
একাই লড়েছি কেননা আমরা প্রগতি চেয়েছি সমান
ছাদের বদলে প্রলুব্ধ নই কাম কামনার আবাহন।
বাঁচার স্বার্থে হেঁটেছি সমানে একাই বিপদ,আশায়
কেননা আমরা স্বাধীন তবু বুক বেঁধে আছি ভরসায়।
খেয়েছি কসম ঘরের বোনের উপরাবো অভিশাপ।
আমার ভায়ের সততা নিয়েছে মিথ্যে সাজার দায়
কেননা আমরা পিতৃহীনের সত্ত্বা রেখেছি পরিচয়।
অলি গলি ঘুঁজি কদর্য হেসে লিখে দিল পরিণাম
সাহস ছিল না,আজ নেশাখোর চাহনিতে প্রেমনাম।
একাই চলেছি দাবী দাওয়া যত কেননা বাঁচার শর্ত
না হলে আঁধার শুধু চারিধার জমে যাবে নেশা মর্ত্য।
থামবো না আর চাই অধিকার, কারুর দয়ার রেশ
কেননা বাঁচব বাঁচাবো আরও ভায়ের,বোনের ক্লেশ।
ঘনাছে আঁধার ফাঁকা চারিধার সহায় কেহ যে নয়রে
চলেছি সাহস বুকের পরশ একা জ্বেলে মন ভাইরে।
দাবী দাওয়া সব পাওনার ঘরে অসুর হারেমে প্রজা
কেননা নেতার ঘুমের প্রহর রোশনাই কাজে সদা।
চলেছি কেননা আগামীর ভোর উজ্জ্বল হবে আরও
রুটি চাই ভুখা অন্ন , বস্ত্র ইজ্জত্ বোনের কদরও।
এই মাটি চাই সবাকার প্রাণ সম অধিকার সম্মাণ
মানুষ হিসাবে আমরা হেথা রেখে যাবো ছাপ অম্নান।
একাই লড়েছি কেননা আমরা প্রগতি চেয়েছি সমান
ছাদের বদলে প্রলুব্ধ নই কাম কামনার আবাহন।
বাঁচার স্বার্থে হেঁটেছি সমানে একাই বিপদ,আশায়
কেননা আমরা স্বাধীন তবু বুক বেঁধে আছি ভরসায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবকুমার দাস ০৩/০৭/২০১৪ভাল লাগল। আবার আসব।
-
এইচ রহমান ০৩/০৭/২০১৪bah.....didi
-
সফিউল্লাহ আনসারী ০৩/০৭/২০১৪চমৎকার কথামালা, কবি !
-
আসগার এইচ পারভেজ ০৩/০৭/২০১৪অসাধারন লেখনী, খুব ভালো লাগল...
-
কবি মোঃ ইকবাল ০২/০৭/২০১৪অসাধারন লিখেছেন দিদি। শুভ কামনা রইলো। শুভেচ্ছা নিবেন।।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০২/০৭/২০১৪দারুন। চমৎকার কথামালা। মুগ্ধ হলাম।
-
শিমুল শুভ্র ০২/০৭/২০১৪অসাধারণ লাগলো ।