www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একদা চিনতে তুমিও

তিন প্রহর কাটিয়ে ফিরলাম তোমার কাছে আবার
দিগন্তে কৌতূহলী অজস্র দৃশ্যেরা অহেতুক উদগ্রীব
ইতিমধ্যে বুনেছে রঙীণ কথার কার্পেট আ-সমুদ্র হিমাচল
বস্তুত নগর অভ্যন্তর আড়ালে ইশারা সংকেতে অভ্যর্থণা
লজ্জাশীলা হওয়া গেল না এযাবত্ অনামিত সংযোগ দ্বারে
প্রতিদিন পায়ের পাতায় জড়াজড়ি মোহ গুল্মের কারসাজি
আমিও কি তেমন শরীরী--?তোমাদের উপকাব্য হবো---?
ভালো করে এঁটে নিই আঁচলের পাট---!!!

নুব্জ্য চাচার কত দৃশ্যান্তর পথ হয়ে আছে উঠোন কথায়
চোখের ভাষায় ফুলকিরা আগুণ জ্বালায় আজো-
আমাকেই তার আমাকেই বোঝানো দরকার।
এসব নাকি চাচির উপাদেয়-----
সে তো শুধু শ্রদ্ধা দোসর---অন্য প্রকার।

বিছানো জলের উপর শয্যা আ-জীবন ডুবে থাক
খেলে যাক সুখচর উথাল প্রবনতা কিছু কলতান
একবুক ডোবানোর প্রথা মিশে গেছে স্বপ্ন বালুদ্বীপে
এক নভীল মানুষ আনাগোনা কখনো মরিচীকা হয়ে
এবার এঁটে দাও কব্জার ভিত্ আমিও গুল্মের ঔদার্য্য নিয়ে
ভেসে রবো অথৈ বিছানায় আর জলজ জীবের সহবাস।
নেমে যাবো আরও অভ্যন্তর হাঙরের অভ্যস্ত সুযোগে-
ধার দেবো সমূহ জীবন তিমিদের মেহফিল তীব্র বাসর।
ফিরেছি এবার কৌতূহলগুলো সাজাও বেদনা তীব্র আরও,
মাঠ,ঘর,পথে ছেড়ে রাখো সীমাহীন কানাকানি কথা
অবসরে বিছিয়ে সখ্যতা কোথাও বলে দিও,, চিনতে তুমিও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মারুফা তামান্না ০১/০৭/২০১৪
    চমৎকার। খুব ভাল লাগল
  • কবি মোঃ ইকবাল ০১/০৭/২০১৪
    অসাধারন লিখনী কবি। ভালো লাগা রেখে গেলাম। শুভ কামনা রইলো।
    ভালো থাকুন নিরন্তর।।
    • মল্লিকা রায় ০২/০৭/২০১৪
      অসংখ্য ধন্যবাদ জানালাম কবি ইকবাল।
  • আবু সাহেদ সরকার ০১/০৭/২০১৪
    অসাধারণ একটি কবিতা পড়লাম। সুন্দর কবি বন্ধু।
    • মল্লিকা রায় ০২/০৭/২০১৪
      অনেক ধন্যবাদ জানালাম কবি বন্ধু।
 
Quantcast