www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেওয়াল ভাঙণ শুরু

---মল্লিকা রায়

আবারও বলবে,"সরি ওয়্যাজ আ সিলি মিসটেক,"
হাতে ধরা নিশুতির যুঁই,ম্লান হতে হতে...প্রাণহীন,
"ওঃ ডার্লিং,টেক ইট ইজি,"আমার হৃদয় কাব্যে-
  জমে থাকা সুর,"আমার পরাণ যাহা চায়..."।
বিকৃত হচ্ছে একটু একটু করে,প্রথম,দ্বিতীয় পংক্তি-
 হাতে ছিল ভেনাসের মূর্তি আদল গ্রিটিংস-
সাধ ছিল কানে কানে মৃদু শিহরণ, অনাবিল রোমাঞ্চ-
 ছোঁওয়া-ছুঁয়ি,শিহরণ মৃদুমন্দ প্রেমের উদাস-
বাতাস আকূল সুরে দিয়ে যাবে প্রাণ জুড়াবার-
ভেনাস আদলে নব মূর্তি রবে উন্মেচন দু বাহু বন্ধণে।

সহসা ম্লান যুঁই ঝড়ে গেল শোকে, ভাসছে বাতাস-
অন্য সে কাকে...."ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লি--জ্"
    আরও দুদন্ড রোসো ভেনাস আমার প্রিয়-
অপেক্ষা,অ-পে-ক্ষা আরো কত?? পরাণের সুরটা বিদায়ী-
হায়," যাহা চায়"!! আমি আরো কত সুরহারা হবো?
ওহে গ্রিটিংস ভেনাস! উতলা অর্থ বোঝ..উ-ত-লা?
হেঃ,নিরর্থ প্রজাতি আজ হেরে বসে আছো ছবি মর্যাদায়;
শুনবে সে গান? আমি যে প্রেয়সী,প্রেমকেই দিতে হবে;
তবে শোন......"আমার পরাণ যাহা চায়....তুমি তাই...
    তুমি তা-ই গো...আমার পরাণ যাহা চায়....."
                       দু দন্ড পর-
   "এই,এ--ই আমি প্রেম, প্রিয় জোছনা আঁধার"
          ----তারপর...তা-র-প-র??
অ--নেক সে কথা.....গ্রিটিংস ভেনাস মিলেমিশে গেছে;
যুঁইও দেখি নতুন ভাষায় মৃদু হাসে.....আমি আর প্রেম,
        প্রেম আর আমি,কেউ নয় শুনসান্ রাত--
    উজার প্লাবন,উতলা এ মন গানে প্রেমে ছয়লাপ-
                আমি,প্রেম,গ্রিটিংস ও যুঁইয়ে-
                     ভেনাস আবিষ্কার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • টি আই রাজন ২৬/০৬/২০১৪
    ভালবাসার ভিন্নরুপ আজ আপনার কাছে পেলাম। ভাল থাকুন।
  • কবি মোঃ ইকবাল ২৬/০৬/২০১৪
    দিদি আজকের লিখনীর বিষয়টা একটু ভিন্ন আর অসাধারন।
    বেশ ভালো লাগলো।
    • মল্লিকা রায় ৩০/০৬/২০১৪
      কবিতাটি পড়ার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ কবি।
 
Quantcast