বাকি সব নিয়ে গেছে টাইম মেশিন
রাত দুপুর রাত ভোর
ঘুনপোকা খাচ্ছে মাথাটা
ঝুরঝুর করে ঝরে পড়ছে
মগজ, শান্ত-স্নিগ্ধ শ্রোতা
আমার ঘুমিয়ে পড়েছে।
সময়ের পথ চলা দেখি
কত দ্রুত কত ধীর
কান পেতে মাথা নিচু
করে শোন কখনও
তাঁকাও আকাশের দিকে,
কী খোঁজ?
জিজ্ঞেস করি নি তো!
তাই জানি না, এখন মনে
হয় ওখানে কি আমাকে
দেখতে পেতে?
আলাপের দিনরাত সবই
গেছে।
তুনি নেই এই পড়ে আছে
সময়ের কাছে, বাকি সব টাইম
মেশিন নিয়ে গেছে।
ঘুনপোকা খাচ্ছে মাথাটা
ঝুরঝুর করে ঝরে পড়ছে
মগজ, শান্ত-স্নিগ্ধ শ্রোতা
আমার ঘুমিয়ে পড়েছে।
সময়ের পথ চলা দেখি
কত দ্রুত কত ধীর
কান পেতে মাথা নিচু
করে শোন কখনও
তাঁকাও আকাশের দিকে,
কী খোঁজ?
জিজ্ঞেস করি নি তো!
তাই জানি না, এখন মনে
হয় ওখানে কি আমাকে
দেখতে পেতে?
আলাপের দিনরাত সবই
গেছে।
তুনি নেই এই পড়ে আছে
সময়ের কাছে, বাকি সব টাইম
মেশিন নিয়ে গেছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১০/২০১৬টাইম মেশিন কী নিয়ে নিয়ে গেছে?
-
আব্দুল হক ২৪/১০/২০১৬ভালো
-
প্রবাল ২৪/১০/২০১৬বাহ! সুন্দর তো !