বাতিক শ্রেণির প্রাণি আমি।
একজন নেই বলে এই বৃষ্টি দিনে,
খরতাপে, শীতে জড়তায় বসে থাকি।
খোলা মন বন্ধ রীতি, ভীতি ভাবনার
চক্কর দিয়ে আসি তন্দ্রায় কখনো সখনো
ঘুমে; চিমটি কাটি ত্বকে, নখ কাটি দাঁতে।
চুম্বক চুমুকে খেয়ে ফেলি অতি অল্প
ভালোবাসা, ছড়াছড়ি প্রেমে নিস্ব।
বাতিক শ্রেণির প্রাণি আমি।
খরতাপে, শীতে জড়তায় বসে থাকি।
খোলা মন বন্ধ রীতি, ভীতি ভাবনার
চক্কর দিয়ে আসি তন্দ্রায় কখনো সখনো
ঘুমে; চিমটি কাটি ত্বকে, নখ কাটি দাঁতে।
চুম্বক চুমুকে খেয়ে ফেলি অতি অল্প
ভালোবাসা, ছড়াছড়ি প্রেমে নিস্ব।
বাতিক শ্রেণির প্রাণি আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৯/১২/২০১৬কবির কাজ ছিল কবিতা লেখা। আর আমার কাজ বার বার তা পাঠ করা।অনেক সুন্দর।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/১০/২০১৬সুন্দর! শুভেচ্ছা।