তোমাকে ভাবাটা আমার নেশা
যেন ঘিয়ে ভাজা ফুলকো লুচি আলু-পটলের ডালনা মেখে মুখে পুরে দিলে,
তুমি যেন এমন
জিহ্বার এক সুতো উপরে ধরে রেখেছো তুলতুলে বার্গারটা, খেয়ে ফেললেই স্বাদ শেষ;
তুমি যেন এমন।
সরষে ইলিশের ঘ্রাণে জল ভর্তি মুখ, কাসুন্দি আর পোস্ত বাটা, আচার তেঁতুলের,
তুমি যেন এমন।
ফ্রিজে জমে যাওয়া পায়েস আয়েস করে খাওয়া শীতের সকালে, ছোট বেলার ভাবনা; ডালপুরির ভিতরে ডাল এল কী করে? উত্তর তোমাকে দেখে পেলাম,
তুমি যেন এমন।
ঝাল মুড়ির মসলাটা, তোমাকে ভাবনাটা
আমার নেশা,
তুমি যেন এমন।
তুমি যেন এমন
জিহ্বার এক সুতো উপরে ধরে রেখেছো তুলতুলে বার্গারটা, খেয়ে ফেললেই স্বাদ শেষ;
তুমি যেন এমন।
সরষে ইলিশের ঘ্রাণে জল ভর্তি মুখ, কাসুন্দি আর পোস্ত বাটা, আচার তেঁতুলের,
তুমি যেন এমন।
ফ্রিজে জমে যাওয়া পায়েস আয়েস করে খাওয়া শীতের সকালে, ছোট বেলার ভাবনা; ডালপুরির ভিতরে ডাল এল কী করে? উত্তর তোমাকে দেখে পেলাম,
তুমি যেন এমন।
ঝাল মুড়ির মসলাটা, তোমাকে ভাবনাটা
আমার নেশা,
তুমি যেন এমন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৯/১২/২০১৬
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ২৮/১০/২০১৬মন্তব্য করব তবে আরো ভাবতে হবে।
-
এন.আফরিন ২৩/১০/২০১৬খবার বস্তু তুমি কেমনি!
মোর গেহখানি রহিয়াছে ভরি,
এখন সে মায়া মমতা আর নাই