www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ত্বক-চাদরের লোম

দীর্ঘশ্বাসের শব্দ ঝড়ের মতো
উড়ে নিয়ে যায়
আছরে ফেলে বিচ্ছিন্ন দ্বীপে।
ত্বক-চাদরের লোম শিউরে ওঠে,
কাঁপুনি থামে রক্ত-ঝড়ের।
আর পাইনি কোথাও লোকে ঘেরা
নির্জন সমুদ্রে একা, নিজের নিশ্বাস শুনি,
ঘুমাই চেনা সেই শব্দে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৪/২০১৬

 
Quantcast