কবিতা তুমি আমাদের নও
আজ গোস্পদে শরীর ডুবেছে
অ্যাটম বোমা গিলে খাওয়া যে নাম
উপাস্য কবিতায় ফাঁস টেনেছি, ফেঁসে তো আছি
বহু বছর, চক্রব্যুহে আটকে আছি যুদ্ধরত
মৃত্যুই মহত্ করবে এ তো জানো।
কিন্তু কেন ছেড়ে গেলে? সাধু নই হয়ত,
চুরি করিনি, চুড়ির শব্দে ঘুম আসে, চোরের
শব্দে ভাঙ্গে; তোমার শরীরের ভাঁজে ভাঁজে যে বুলেট রেখেছ, খোয়া গেছে আজ,
বুকের রক্তে লেখা হবে এবার কালিতে নয়,
কবিতা তুমি আমাদের নও; চোরদের।
অ্যাটম বোমা গিলে খাওয়া যে নাম
উপাস্য কবিতায় ফাঁস টেনেছি, ফেঁসে তো আছি
বহু বছর, চক্রব্যুহে আটকে আছি যুদ্ধরত
মৃত্যুই মহত্ করবে এ তো জানো।
কিন্তু কেন ছেড়ে গেলে? সাধু নই হয়ত,
চুরি করিনি, চুড়ির শব্দে ঘুম আসে, চোরের
শব্দে ভাঙ্গে; তোমার শরীরের ভাঁজে ভাঁজে যে বুলেট রেখেছ, খোয়া গেছে আজ,
বুকের রক্তে লেখা হবে এবার কালিতে নয়,
কবিতা তুমি আমাদের নও; চোরদের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রিয় ১২/০৭/২০১৬গল্প না কবিতা সেটাই বুধতে পারলাম না।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৪/০৫/২০১৬''বুকের রক্তে লেখা হবে এবার কালিতে নয়,''
অসাধারন কাব্যশিক্ত।। -
প্রশান্ত মন্ডল ০৬/০৪/২০১৬ঠিক #প্রদীপ দা
-
প্রদীপ চৌধুরী. ০৫/০৪/২০১৬কবিতায় গদ্য ভাব চলে আসছে, কবিতার বিষয়বস্তু ঠিক থাকলেও সেটাকে পদ্যতে পরিণত করতে হবে, না হলে কবিতা পরিপূর্ণ হবে না|
-
হৃদয় ভৌমিক ৩০/০৩/২০১৬অসাধারণ লাগলো ,প্রতিবাদী ভাবপ্রকাশ