কার বিরুদ্ধে লিখব
কার বিরুদ্ধে লিখব?
পক্ষে কারও, পক্ষকাল ধরে চাঁদের
কাস্তে শান দেয়া, রোদ-ক্লান্ত কিষাণ-কিষাণি, বটের ছায়ায় বিশ্রাম, একমুঠো জলপান কপালের ঘাম-সম।
কলম ধরতে চাই কমল হাতে কোমল
স্বরে, শুকনো রাগে।
একলা কুটিরে কুট-কুট করে আত্মার
বলিদানে উত্সাহী বাদশা আমাকেই বেছে নিলে
যুদ্ধরত আরও কত সৈনিক জেগে আছে
দৈনিক সারাবেলা আফিম খেয়ে।
কার বিরুদ্ধে লিখব?
পক্ষে কারও, পক্ষকাল ধরে চাঁদের
কাস্তে শান দেয়া, রোদ-ক্লান্ত কিষাণ-কিষাণি, বটের ছায়ায় বিশ্রাম, একমুঠো জলপান কপালের ঘাম-সম।
কলম ধরতে চাই কমল হাতে কোমল
স্বরে, শুকনো রাগে।
একলা কুটিরে কুট-কুট করে আত্মার
বলিদানে উত্সাহী বাদশা আমাকেই বেছে নিলে
যুদ্ধরত আরও কত সৈনিক জেগে আছে
দৈনিক সারাবেলা আফিম খেয়ে।
কার বিরুদ্ধে লিখব?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ চৌধুরী. ০৫/০৪/২০১৬অর্থ আছে কবিতায়
-
মনিরুজ্জামান জীবন ২৮/০৩/২০১৬দারুণ
-
জয় শর্মা ২৩/০৩/২০১৬ভালো লাগল
-
নির্ঝর ২১/০৩/২০১৬সহমত
-
হৃদয় ভৌমিক ২১/০৩/২০১৬অসাধারণ লেখনি -শুভেচ্ছা কবি -