মলয় ঘটক
মলয় ঘটক-এর ব্লগ
-
শুকতারা-সন্ধ্যাতারার মৃদু আলো
ইমারতের তৃতীয় হাত অজুহাত,
ওষ্ঠপুটে রাখতে প্রেম-বিন্দু কেন
চৌম্বকক্ষেত্রের ব্যাপ্তি অপেক্ষার [বিস্তারিত] -
নিঃশ্বাস দীর্ঘ করে চলেছি বহু বছর
স্বপ্ন খুন করে চলেছি অদৃশ্য এক ছুরিতে।
শান দিচ্ছি যাতনায় ক্ষুরধার ভালোবাসা
হন্যে হয়ে বিভ্রান্ত, কী হবে আমার, [বিস্তারিত] -
দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি,
পরীক্ষার কথা বলছি।
একটাতেই হয়ে যাবে ভাবতে ভাবতে
কবে যে শ'খানেক হয়ে গেল তা টের [বিস্তারিত] -
রাত দুপুর রাত ভোর
ঘুনপোকা খাচ্ছে মাথাটা
ঝুরঝুর করে ঝরে পড়ছে
মগজ, শান্ত-স্নিগ্ধ শ্রোতা [বিস্তারিত] -
একজন নেই বলে এই বৃষ্টি দিনে,
খরতাপে, শীতে জড়তায় বসে থাকি।
খোলা মন বন্ধ রীতি, ভীতি ভাবনার
চক্কর দিয়ে আসি তন্দ্রায় কখনো সখনো [বিস্তারিত] -
যেন ঘিয়ে ভাজা ফুলকো লুচি আলু-পটলের ডালনা মেখে মুখে পুরে দিলে,
তুমি যেন এমন
জিহ্বার এক সুতো উপরে ধরে রেখেছো তুলতুলে বার্গারটা, খেয়ে ফেললেই স্বাদ শেষ;
তুমি যেন এমন। [বিস্তারিত] -
পায়ে পা ফেলে ছায়া চলছে
ছায়াই আজ সঙ্গী, থামছে যখন থামি
নিজেকে সূর্য্যের কাছে কৃতজ্ঞ করি,
সাথি পেয়েছি তাই, [বিস্তারিত] -
দীর্ঘশ্বাসের শব্দ ঝড়ের মতো
উড়ে নিয়ে যায়
আছরে ফেলে বিচ্ছিন্ন দ্বীপে।
ত্বক-চাদরের লোম শিউরে ওঠে, [বিস্তারিত] -
আজ গোস্পদে শরীর ডুবেছে
অ্যাটম বোমা গিলে খাওয়া যে নাম
উপাস্য কবিতায় ফাঁস টেনেছি, ফেঁসে তো আছি
বহু বছর, চক্রব্যুহে আটকে আছি যুদ্ধরত [বিস্তারিত] -
কার বিরুদ্ধে লিখব?
পক্ষে কারও, পক্ষকাল ধরে চাঁদের
কাস্তে শান দেয়া, রোদ-ক্লান্ত কিষাণ-কিষাণি, বটের ছায়ায় বিশ্রাম, একমুঠো জলপান কপালের ঘাম-সম।
কলম ধরতে চাই কমল হাতে কোমল [বিস্তারিত] -
আমি কবি বৈরাগী
বশ করেছো অবশ করে,
আছে শুধু কয়েকটা কবিতা
বিনামূল্যের অমূল্য সম্পদ। [বিস্তারিত]